Advertisement

ইউটিলিটি

LPG Cylinder Price Hike: দাম বাড়ল রান্নার গ্যাসেরও, আপনার শহরে কত?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2022,
  • Updated 8:54 AM IST
  • 1/8

LPG Price Hike: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব এখন দেশীয় পর্যায়ে দেখা দিতে শুরু করেছে। মঙ্গলবার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি। 

  • 2/8

এর আগে কোম্পানিগুলি এদিন  পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বাড়িয়েছে। এর কয়েকদিন আগে বড় বড় দুধ কোম্পানিগুলো দুধের দাম লিটারে ২ থেকে ৫ টাকা বাড়িয়েছিল। এতে একই সঙ্গে মূল্যস্ফীতির কবলে পড়েছেন সাধারণ মানুষ।
 

  • 3/8

৫০  টাকা বাড়ানো হল রেট
মঙ্গলবার থেকে ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল । কয়েক মাসের ব্যবধানে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। শেষবার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছিল ৬  অক্টোবর ২০২১  তারিখে। 

  • 4/8


দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৪৯.৫  টাকা। আগে এটি ছিল ৮৯৯.৫০  টাকা।
 

  • 5/8

 কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৯৭৬  টাকা । এর আগে কলকাতায় এর দাম ছিল ৯২৬  টাকা। 

  • 6/8

উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে দাম ৯৩৮ টাকা থেকে বেড়ে ৯৮৭.৫  টাকা হয়েছে। পাটনায়, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম  ৯৯৮  টাকা থেকে বেড়ে ১০৩৯.৫  টাকা হয়েছে।
 

  • 7/8

মুম্বাই, চেন্নাইতেও রেট বেড়েছে। মুম্বইতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে  ৯৪৯.৫  টাকা হয়েছে। আগে  দাম ছিল ৮৯৯.৫  টাকা। 
 

  • 8/8

অন্যদিকে, চেন্নাইতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ৯৬৫.৫  টাকা হয়েছে। আগে এই শহরে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৯১৫.৫ টাকা।

Advertisement
Advertisement