Advertisement

ইউটিলিটি

Dry Day List 2022: ২০২২ সালে এখনও ১৪টি Dry Day, মদের দোকান বন্ধ, জেনে নিন...

Aajtak Bangla
  • 22 Mar 2022,
  • Updated 6:06 PM IST
  • 1/8

সুরা প্রেমীদের জন্য Dry Day বা ‘শুখা’ দিনের খবর অত্যন্ত জরুরি! কারণ, ওই দিনে বন্ধ থাকে সমস্ত মদের দোকান। তাই Dry Day কোন দিন আছে, তা আগে থেকে জানা থাকলে প্রয়োজন মতো মদ তুলে রাখতে পারেন সুরা প্রেমীরা।

  • 2/8

ভারতের বেশিরভাগ রাজ্যে প্রধান উৎসব বা জাতীয় ছুটির দিনে শুষ্ক দিবস পালন করা হয়। রাজ্য সরকারগুলি জনগণের ধর্মীয় বা দেশপ্রেমিক অনুভূতিকে সম্মান করার জন্য এই দিনটিকে ড্রাই ডে হিসাবে ঘোষণা করে। আবগারি দফতর প্রতি বছর ড্রাই ডে-র তালিকা প্রকাশ করে।

  • 3/8

২০২২ সালে এমন মোট ২২ দিন ড্রাই ডে-র কারণে সমস্ত মদের দোকান বন্ধ থাকছে। এর মধ্যে দোলযাত্রা বা হোলি উপলক্ষেই গত সপ্তায়ে ড্রাই ডে-তে মদের সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছিল।

  • 4/8

তবে এখনও আরও এমন ১৪ দিন Dry Day-র কারণে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। চলুন জেনে নেওয়া যাক এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কোন কোন দিন ড্রাই ডে (Dry Day) রয়েছে...

  • 5/8

১৪ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ড্রাই ডে (Dry Day)। ১৫ এপ্রিল গুড ফ্রাইডে উফলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ১ মে মহারাষ্ট্র দিবস উপলক্ষে ওই রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ৩ মে ইদ উপলক্ষে ড্রাই ডে (Dry Day) পালন করা হবে। এর পর ১০ জুলাই বকরি ইদ উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে।

  • 6/8

১৫ অগাস্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ১৯ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। ৩১ অগাস্ট গণেশ চতুর্থীর দিন ড্রাই ডে (Dry Day) পালন করা হবে। ৯ সেপ্টেম্বর গণেশ বিসর্জন উপলক্ষে মহারাষ্ট্র সহ কিছু রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।

  • 7/8

২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ৫ অক্টোবর দশেরা উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। ২৪ অক্টোবর দিওয়ালির দিন সারা দেশে ড্রাই ডে (Dry Day) পালন করা হবে।

  • 8/8

৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এছাড়াও বিশেষ পরিস্থিতি অনুযায়ী পৃথক রাজ্যে আরও কয়েকটা দিন ড্রাই ডে (Dry Day) পালন করা হতে পারে।

Advertisement
Advertisement