Advertisement

ইউটিলিটি

Recurring Deposit: মাত্র ১০ টাকাও জমা করা যায়, এই প্রকল্পে সঞ্চয়ে সুদ মিলবে ৮.৫% পর্যন্ত!

Aajtak Bangla
  • 09 Aug 2021,
  • Updated 7:42 PM IST
  • 1/8

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চলা অতিমারীরর জেরে বেসামাল দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। কাজ হারিয়ে, সঞ্চয় হারিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে পুঁজি বাড়াতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সাধারণ মানুষের অন্যতম ভরসার আধারে পরিনত হয়েছে।

  • 2/8

কেন্দ্রীয় সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি থেকে এখনও যথেষ্ট ভাল রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি টাকা মার যাওয়ার তেমন কোনও আশঙ্কা নেই! Post Office-এর মাধ্যমেও এমনই বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্প বিনিয়োগের সুযোগ রয়েছে।

  • 3/8

অল্প সময়ের মধ্যে বেশি সুদ পেতে অনেকেই রিকারিং ডিপোজিটের উপর ভরসা রাখেন। কারণ, এতে একগাদা টাকা জমা করার দরকার নেই। আপনি যে কোনও পরিমাণ অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। 

  • 4/8

রিকারিং ডিপোজিটে গ্রাহকরা তাঁদের আমানতের মেয়াদ নিজেরাই বেছে নিতে পারেন। রিকারিং ডিপোজিটের মেয়াদ ৬ মাস থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত হতে পারে। সামান্য চার্জের বিনিময়ে রিকারিং ডিপোজিটের টাকা মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তুলে নেওয়া যায়।

  • 5/8

অপ্রাপ্তবয়স্করাও রিকারিং ডিপোজিটে নিজেদের সঞ্চয় বাড়াতে পারেন। এ ক্ষেত্রে অ্যাকাউন্টও খুলতে তাঁদের অভিভাবকের উপযুক্ত নথিপত্রের প্রয়োজন হবে। পোস্ট অফিসেও রিকারিং অ্যাকাউন্ট খুলে সঞ্চয় শুরু করা যেতে পারে।

  • 6/8

দেশের প্রবীণ নাগরিকদের রিকারিং ডিপোজিটে বাড়তি সুদ দেওয়া হয়ে থাকে। ফলে প্রবীণ নাগরিকদের সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। 

  • 7/8

সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই রিকারিং ডিপোজিটে সুদের হার মোটামুটি একই থাকে। এই ধরনের সঞ্চয় প্রকল্পে তার মেয়াদের উপর এর সুদের হার নির্ভর করে। রিকারিং ডিপোজিটে সুদের হার মোটামুটি ২.৫ শতাংশ থেকে ৮.৫ শতাংশ পর্যন্ত।

  • 8/8

গ্রাহক তাঁর রেকারিং অ্যাকাউন্ট থেকে ঋণও পেতে পারেন। রেকারিং অ্যাকাউন্টের মোট পুঁজির ৮০-৯০ শতাংশ অর্থ ঋণ হিসাবেও তুলতে পারেন গ্রাহক। সুতরাং, সহজে সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে একটি দুর্দান্ত বিকল্প হতে পারে এই রিকারিং ডিপোজিট।

Advertisement
Advertisement