Advertisement

ইউটিলিটি

৬টি নতুন Memu Train চালু হল আসানসোল-দুর্গাপুর-বর্ধমান শাখায়! রইল সময়সূচি

সুদীপ দে
  • 09 Mar 2021,
  • Updated 1:12 PM IST
  • 1/8

সম্প্রতি পশ্চিমবঙ্গে বিভিন্ন দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে নতুন ১৩টি স্টেশন যোগ করেছে রেল বোর্ড। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মোট তেরোটি স্টেশনে দূরপাল্লার মেল/এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।

  • 2/8

এ বার বর্ধমান-আসানসোল-দুর্গাপুর শাখায় ৬টি Memu Train আবারও চালু করল পূর্ব রেলওয়ে। গত রবিবার থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। চলুন এক নজরে জেনে নেওয়া নতুন ৬টি ট্রেনের সময়সূচি...

  • 3/8

৬৩৫০৬ আসানসোল-বর্ধমান প্যাসেঞ্জার: আসানসোল থেকে ভোর ৪টে ৫৫ মিনিটে ছাড়বে।

  • 4/8

৬৩৫০৭ বর্ধমান-আসানসোল প্যাসেঞ্জার: বর্ধমান থেকে ভোর ৫টা ১৮ মিনিটে ছাড়বে।

  • 5/8

৬৩৫০৯ বর্ধমান-আসানসোল প্যাসেঞ্জার: বর্ধমান থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়বে।

  • 6/8

৬৩৫২২ আসানসোল-বর্ধমান প্যাসেঞ্জার: আসানসোল থেকে বিকেল ৪টে ১০ মিনিটে ছাড়বে।

  • 7/8

৬৩৫২৮ আসানসোল-দুর্গাপুর প্যাসেঞ্জার: আসানসোল থেকে রাত ৮টা ২৫ মিনিটে ছাড়বে।

  • 8/8

৬৩৫২৭ দুর্গাপুর-আসানসোল প্যাসেঞ্জার: দুর্গাপুর থেকে রাত ১০টা ২৫ মিনিটে ছাড়বে।

Advertisement
Advertisement