Advertisement

ইউটিলিটি

PAN Details Correction: আপনার PAN কার্ডের তথ্যে কী কোনও ভুল রয়েছে? শুধরে নিন ঘরে বসেই!

Aajtak Bangla
  • 24 Jun 2021,
  • Updated 1:47 PM IST
  • 1/9

PAN কার্ড থাকাটা দেশের সমস্ত আয়করদাতার জন্যই বাধ্যতামূলক। যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য PAN কার্ড থাকাটা জরুরি।

  • 2/9

কিন্তু PAN কার্ডের কোনও তথ্যে যদি ভুল থাকে! এ ক্ষেত্রে অফলাইনে ফর্ম ভরে আবেদন করা যেতে পারে। তবে পাশাপাশি অনলাইনে ঘরে বসেই PAN কার্ডে থাকা ভুল তথ্য শুধরে নিতে পারেন অনায়াসেই। চলুন জেনে নেওয়া যাক তার পদ্ধতি...

  • 3/9

PAN কার্ডে থাকা তথ্যগত ত্রুটি সংশোধনের জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে:  https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

  • 4/9

এখানে প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ (Application Type) বেছে নিতে হবে। অর্থাৎ, ভারতীয় নাগরিকের নতুন PAN কার্ড (ফর্ম 49A) অথবা বিদেশী কোনও নাগরিকের নতুন PAN কার্ড (ফর্ম 49A A) বা বর্তমান PAN-এর তথ্য পরিবর্তন বা সংশোধন— এর মধ্যে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে।

  • 5/9

এই সময় ভুলেও নতুন PAN কার্ডের জন্য আবেদন জানাবেন না। কারণ, যদি কোনও ব্যক্তির একাধিক PAN থাকে তাহলে তা আয়কর আইন অনুযায়ী, একটি শাস্তিযোগ্য অপরাধ।

  • 6/9

আয়কর আইনের (১৯৬১) ২৭২বি অনুচ্ছেদ অনুযায়ী, একাধিক PAN নম্বর থাকা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হতে পারে।

  • 7/9

এ বার ক্যাটাগরি (Category) অপশন থেকে আপনার নিজের না কোনও কোম্পানির PAN-এর তথ্য পরিবর্তন বা সংশোধন করতে চাইছেন তার সঠিক বিকল্পটি বেছে নিতে হবে।

  • 8/9

এর পর নিজের নাম, জন্ম তারিখ, ই-মেল আইডি, মোবাইল নম্বর, PAN নম্বর দিয়ে ফর্মের এবেবারে নিচে বাঁ দিকে থাকা ক্যাপচা কোড (Captcha Code) সঠিক ভাবে লিখে সাবমিট করতে হবে।

  • 9/9

ব্যস, এর পর আপনার সংশোধিত PAN কার্ডের পিডিএফ এবং নোটিফিকেশন চলে আসবে আপনার বৈধ ই-মেল আইডিতে।

Advertisement
Advertisement