Advertisement

ইউটিলিটি

টব বা ছাদবাগানে সহজেই চাষ করুন ধনেপাতা, মাত্র ৩০ দিনের মধ্যেই খেতে পারবেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Oct 2025,
  • Updated 4:09 PM IST
  • 1/10

শীতকাল মানেই ধনেপাতা। সবরকমের তরকারিতে ধনেপাতা দেওয়া হয়। তবে বাজার থেকে না কিনেও ধনেপাতা খাওয়া যায়। সেজন্য বাড়িতে চাষ করতে হবে। 
 

  • 2/10

টব বা বাড়ির ছাদবাগানে সহজেই ধনেপাতা ফলাতে পারেন। ফলনও খুব ভালো হবে। গোটা শীতকালে আর ধনেপাতা কিনতে হবে না। 
 

  • 3/10

মাত্র ২৫ থেকে ৩০ দিনের মধ্যে বড় বড় ধনেপাতা পেতে হলে খুব সহজ পদ্বতিতে চাষ করতে হবে। কীভাবে? জেনে নিন। 
 

  • 4/10

বাড়ির টব বা ছাদবাগানে ধনেপাতার চাষ করার জন্য প্রথমেই দোকান থেকে গোটা ধনে কিনতে হবে। তারপর তা হামানদিস্তা দিয়ে পিষে নিন। 
 

  • 5/10

এবার একটা কানা উঁচু পাত্রে জল দিন। তার উপর ঝুড়ি ঢাকা দিয়ে দিন। তারপর বীজ ছড়িয়ে দিন উপর থেকে। 
 

  • 6/10

দেখবেন বীজগুলো যেন জলের মধ্যে থাকে। জল শুকিয়ে কিন্তু অঙ্কুর বেরোবে না। 
 

  • 7/10

প্রায় এক সপ্তাহ ওভাবে রাখার পরই দেখতে পাবেন, চারা বেরিয়েছি। এভাবে সেই চারা গাছ বড় হবে। মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে প্রচুর পাতা হবে। 
 

  • 8/10

টবে ধনেপাতা লাগানোর জন্য একটু গভীর টব নিন। যেন তলায় ছিদ্র থাকে। সেটা মাটি দিয়ে ভর্তি করুন। 
 

  • 9/10

মাটির সঙ্গে জৈব সার মেশালে ফলন ভালো হবে। তারপর বীজ দিন। এক্ষেত্রেও বীজ হাতে ভেঙে বা হামানদিস্তায় গুঁড়ো করে দিতে পারেন। 
 

  • 10/10

তবে দেখবেন টবের গোড়ায় যেন জল না জমে। তাহলে ফলন হবে না। কয়েকদিনের মধ্যেই ফলন পাবেন। খাওয়া যাবে বাড়িতেই।   
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement