EPFO Alert: প্রভিডেন্ট ফান্ড নিয়ে সব গ্রাহককে অ্যালার্ট করল EPFO।
বিশেষ করে উত্সবের মরশুমে যাতে কোনও গ্রাহকের বড় অঙ্কের ক্ষতি না হয়, তার জন্য আগাম সতর্ক করল EPFO।
সোশ্যাল মিডিয়াতেও সব গ্রাহককে সতর্ক করা হয়েছে, যাতে কোনও গ্রাহক ব্যক্তিগত তথ্য ফোনে শেয়ার না করেন।
EPFO তাদের X হ্যান্ডেলে সতর্ক করেছে, EPFO-র নাম করে অনেক ফোন আসছে। নানা এসএমএস-ও আসছে।
সেখানে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। কেউ যাতে নিজেদের ব্যক্তিগত তথ্য না শেয়ার করেন। কারণ ইপিএফও এই ধরনের ফোন বা এসএমএস করে না।
EPFO জানাচ্ছে, যে সব ফেক ফোন কল বা এসএমএস আসছে, তাতে মূলত UAN, PAN, আধার ও ওটিপি চাওয়া হচ্ছে।
এই কোনও তথ্যই ইপিএফও কোনও সদস্যের কাছে চায় না।
ইপিএফও জানাচ্ছে, যদি কোনও গ্রাহক এই ধরনের ফোন বা এসএমএস পান, তাহলে অবিলম্বে EPFO হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান।
এই হেল্পলাইন নম্বরটি হল ১৪৪৭০। এই হেল্পলাইন সকাল ৭টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
বাংলা, হিন্দি, গুজরাতি, মারাঠি, কন্নড়, তামিল, তেলুগু ভাষায় অভিযোগ জানাতে পারেন এই হেল্পলাইন নম্বরে।