Advertisement

ইউটিলিটি

Gold and Silver Price Today: আজ আরও দামি হল সোনা, তবে প্রায় ১,০০০ টাকা কমেছে রুপোর দর!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2021,
  • Updated 6:05 PM IST
  • 1/9

এপ্রিলের শুরু থেকেই আশা জাগাচ্ছে ঊর্ধ্বমুখী সোনার দর! এ মাসে সোনার দাম এখনও পর্যন্ত ১,৭৮০ টাকা (১০ গ্রামে) বৃদ্ধি পেয়েছে! রুপোর দামও এ মাসে এখনও পর্যন্ত কেজিতে প্রায় ৩ হাজার টাকা বেড়েছে।

  • 2/9

এপ্রিলের ৫ আর ১২ তারিখ ছাড়া প্রায় প্রতিদিনই বেড়েছে সোনার দাম। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। মঙ্গলবার ফের কিছুটা বাড়ল সোনার দাম। তবে আজ প্রায় ১,০০০ টাকা কমেছে রুপোর দর! চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 3/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৫৮৫ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৫৮৬ টাকা।

  • 4/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৫ হাজার ৮৫০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৫ হাজার ৮৬০ টাকা।

  • 5/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৮৫৫ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৮৫৬ টাকা।

  • 6/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৫৫০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৮ হাজার ৫৬০ টাকা।

  • 7/9

এপ্রিলের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল রুপোর দর! এ মাসে এখনও পর্যন্ত রুপোর দাম কেজিতে বেড়েছে ২ হাজার ৯১০ টাকা। গতকাল ১ কেজি রুপোর বাটের দাম ৩০০ টাকা বেড়েছিল, তবে প্রায় ১,০০০ টাকা কমেছে রুপোর দর!

  • 8/9

শনিবার আর রবিবার মিলিয়ে পর পর দুই দিনে ১ কেজি রুপোর বাটের দাম কমেছিল ৬০০ টাকা। এই দুই দিনে ৬০০ টাকা কমে ১ কেজি রুপোর বাটের দাম হয়েছিল ৬৬ হাজার ৯০০ টাকা।

  • 9/9

সোমবার ৩০০ টাকা বেড়ে ১ কেজি রুপোর বাটের দাম হয় ৬৭ হাজার ২০০ টাকা। মঙ্গলবার ফের কেজিতে ৯০০ টাকা কমেছে রুপোর দর। ৯০০ টাকা কমে আজ ১ কেজি রুপোর বাটের দাম হয় ৬৬ হাজার ৩০০ টাকা।

Advertisement
Advertisement