Advertisement

ইউটিলিটি

Gold and Silver Price Today: ফের বাড়ল সোনার দর! তবে আজ অপরিবর্তিতই রইল রুপোর দাম

Aajtak Bangla
  • 14 Mar 2021,
  • Updated 6:32 PM IST
  • 1/7

বুধ, বৃহস্পতিবার দাম সামান্য বাড়ার পর শুক্রবার আর শনিবার ফের পড়ে সোনার দাম! তবে আজ কিছুটা বেড়েছে সোনালি ধাতুর দর। এ দিকে রুপোর দর শনিবার ৭০০ টাকা কমে আজ অপরিবর্তিতই রইল। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 2/7

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৪২৯ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৪৩০ টাকা।

  • 3/7

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৪ হাজার ২৯০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৪ হাজার ৩০০ টাকা।

  • 4/7

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৯৩ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৬৯৪ টাকা।

  • 5/7

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৯৩০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯৪০ টাকা।

  • 6/7

বিগত সাত দিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল পড়েছে রুপোর দর। শনিবার থেকে শুক্রবার পর্যন্ত একটু একটু করে বেড়ে ১ কেজি রুপোর বাটের দাম হয় ৬৭ হাজার ৬০০ টাকা।

  • 7/7

কিন্তু শনিবার রুপোর দাম বেশ কিছুটা কমেছে। শনিবার আরও ৭০০ টাকা কমে ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬৬ হাজার ৯০০ টাকা। রবিবার রুপোর দাম অপরিবর্তিতই রয়েছে।

Advertisement
Advertisement