Advertisement

ইউটিলিটি

Gold and Silver Price Today: সোনা, রুপোর দামে পতন অব্যহত! আরও সস্তা হল দুই ধাতু

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2021,
  • Updated 5:18 PM IST
  • 1/9

সোনা, রুপোর দামে অস্থিরতা অব্যাহত! চলতি সপ্তাহে এখনও সোনা, রুপোর দামে তেমন একটা উত্থান চোখে পড়েনি।

  • 2/9

এই সপ্তাহের সোমবার থেকে আজ পর্যন্ত সোনার দাম বেশ কিছুটা কমলেও বাড়েনি সে ভাবে। গত সোমবার থেকে সোনার দামে লাগাতার পতনের মাঝে শুধুমাত্র বৃহস্পতিবার সামান্য বেড়েছিল সোনার দাম!

  • 3/9

সোনার মতো রুপোর দামও ক্রমশ নিম্নমুখী! এই সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার সামান্য বেড়েছিল রুপোর দাম! বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি পাঁচ দিনেই দাম কমেছে রুপোর। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 4/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৪১৯ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪,৪১৮ টাকা।

  • 5/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৪ হাজার ১৯০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৪ হাজার ১৮০ টাকা।

  • 6/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৯১ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪,৬৯০ টাকা।

  • 7/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৯১০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৬ হাজার ৯০০ টাকা।

  • 8/9

এ সপ্তাহের প্রথম তিন দিনই কমেছিল রুপোর দর। তবে পতনের ধাক্কা সামলে বৃহস্পতিবার রুপোর দর কিছুটা বেড়েছিল।

  • 9/9

গত সোমবার থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র বৃহস্পতিবারই দাম সামান্য বেড়েছিল রুপোর। বাদ বাকি পাঁচ দিনে কেজিতে ২,৬০০ টাকা কমেছে রুপোর দর। আজও ১০০ টাকা কমেছে রুপোর দাম। শনিবার ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬৪ হাজার ৯০০ টাকা।

Advertisement
Advertisement