Advertisement

ইউটিলিটি

Gold and Silver Price Today: আজ আরও দামি হল সোনা, কেজিতে ২,৫০০ টাকা বাড়ল রুপোর দামও!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2021,
  • Updated 5:34 PM IST
  • 1/9

এপ্রিলের প্রথম তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর মাসের শেষে দেশজুড়ে বাড়ন্ত করোনা সংক্রমণের ধাক্কায় ক্রমশ পড়তে থাকে সোনা, রুপোর দর। তবে দিন দশেকের অস্থিরতা পেরিয়ে মে মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী এই দুই ধাতুর দর! 

  • 2/9

নতুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম! পর তিন দিন অপরিবর্তিত থাকার পর আজ এক ধাক্কায় কেজিতে আড়াই হাজার টাকা বেড়েছে রুপোর দামও। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 3/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৩১ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪,৬৫২ টাকা।

  • 4/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৩১০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৫২০ টাকা।

  • 5/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯১০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪,৯৩১ টাকা।

  • 6/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গত ৩০ এপ্রিল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ১০০ টাকা, আজ যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৩১০ টাকা।

  • 7/9

এপ্রিলের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল রুপোর দর! এপ্রিলে রুপোর দাম কেজিতে প্রায় ৪ হাজার টাকা বেড়েছিল। তবে মাসের শেষ সপ্তাহে লাগাতার পতনের জেরে বেশ কিছুটা কমে ১ কেজি রুপোর বাটের দাম।

  • 8/9

২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১ কেজি রুপোর বাটের দাম ১,০০০ টাকা বাড়লেও কমেছে ২,৪০০ টাকা। অর্থাৎ, সব মিলিয়ে শেষ দশ দিনে ১ কেজি রুপোর বাটের দাম কমেছে ১,৪০০ টাকা।

  • 9/9

এপ্রিলের শেষ দিন, গত শুক্রবারে ১ কেজি রুপোর বাটের দাম এক ধাক্কায় ১,১০০ টাকা কমেছিল। তার পর টানা তিন দিন অপরিবর্তিত ছিল রুপোর দর। মঙ্গলবার এক ধাক্কায় কেজিতে আড়াই হাজার টাকা বেড়ে ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৭০ হাজার টাকা।

Advertisement
Advertisement