Advertisement

ইউটিলিটি

দু’দিনে প্রায় ১৭০০ টাকা দাম কমেছে সোনার! কলকাতায় আজ কত সোনার দর?

Aajtak Bangla
  • 10 Jan 2021,
  • Updated 6:15 PM IST
  • 1/5

শুক্রবার বিশ্ববাজারে দাম কমেছে সোনার। বিশ্ব বাজারে সোনার দাম (স্পট গোল্ডের দাম) এক ধাক্কায় ১.৮ শতাংশ কমে যায়। ভারতেও এর প্রভাব পড়েছে। গত দু’দিনে প্রতি ১০ গ্রাম সোনায় দাম কমেছে প্রায় ১৭০০ টাকা। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দর...

  • 2/5

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৮৮০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৮৮১ টাকা।

  • 3/5

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৮০০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৮ হাজার ৮১০ টাকা।

  • 4/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ১৫০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫ হাজার ১৫১ টাকা।

  • 5/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১ হাজার ৫০০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫১ হাজার ৫১০ টাকা।

Advertisement
Advertisement