Advertisement

ইউটিলিটি

উৎসবের মরসুমে সোনার গয়না কিনবেন? জানুন কলকাতায় কত যাচ্ছে সোনার দর

Aajtak Bangla
  • 24 Dec 2020,
  • Updated 4:38 PM IST
  • 1/7

সোনার দামে ওঠা-পড়া লেগেই রয়েছে। বুধবার থেকে উর্ধ্বমুখী ছিল সোনার দর। বুধবারে বেশ কিছুটা কমেছিল সোনার দর। উৎসবের মরসুমে অনেকেই এখন টুকটাক সোনার গয়না কিনবেন ভাবছেন। চলুন তার আগে জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দর...

  • 2/7

২২ ক্যারেট সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯৩৯ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪,৯৪০ টাকা।

  • 3/7

২২ ক্যারেট সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৩৯০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৪৯ হাজার ৪০০ টাকা।

  • 4/7

২৪ ক্যারেট সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ২০৯ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫ হাজার ২১০ টাকা।

  • 5/7

২৪ ক্যারেট সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২ হাজার ০৯০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫২ হাজার ১০০ টাকা। 

  • 6/7

এই উৎসবের মরসুমে Senco Gold & Diamonds নিয়ে এল তাদের 'দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং কার্নিভাল অফার'! এই অফারের অংশ হিসাবে গ্রাহকরা খাঁটি সোনার, হীরার গয়না, সিলভার এবং গসিপ কালেকশন-এর গয়নাগুলি কেনার ক্ষেত্রেও প্রচুর সুবিধা পাবেন। 

  • 7/7

এই অফারে সোনার গয়নার মজুরির উপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড়, হীরের গয়নার উপর ২০ শতাংশ পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড়, সিলভার এবং গসিপ কলেকশনের গয়নাগুলিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। ২০ জানুয়ারি, ২০২১ পর্যন্ত অফারগুলি থাকবে।

Advertisement
Advertisement