সরকারি ব্যাঙ্কের বার্ষিক কর্মক্ষমতা পর্যালোচনা সভা (FY 2020-21) আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ১২টি পাবলিক সেক্টর (সরকারি) ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে দেখা করেন।
এই বৈঠকের পর, সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী ব্যাঙ্ক কর্মচারীদের পেনশন সংক্রান্ত একটি বড় ঘোষণা করেছেন। ওই ঘোষণা অনুযায়ী, বাড়তে চলেছে মৃত সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের পারিবারিক পেনশনের পরিমাণ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে, যদি কোনও ব্যাঙ্ক কর্মচারীর মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার পারিবারিক পেনশন বাবদ ওই কর্মচারির শেষ বেতনের ৩০ শতাংশ পাবে।
আগে কোনও ব্যাঙ্ক কর্মচারীর মৃত্যু হলে এই ধরনের ক্ষেত্রে পারিবারিক পেনশন ছিল সর্বাধিক ৯২৮৪ টাকা। নতুন ঘোষণা অনুযায়ী, এখন মৃত ব্যাঙ্ক কর্মচারীদের পরিবার সর্বাধিক ৩৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারে।
কর্মচারী পেনশন স্কিমের অধীনে এনপিএসের আওতায় ব্যাঙ্কের অবদান বৃদ্ধির অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন তাদের কর্মীদের জন্য এনপিএসে ব্যাঙ্কের অবদান বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছে। আগে এটি ছিল ১০ শতাংশ।