Advertisement

ইউটিলিটি

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!

Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 28 Apr 2021,
  • Updated 7:55 PM IST
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।

  • 2/9

দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজা ৯০২ জন, মৃত্যু হয়েছে ৩,২৯৩ জনের।

  • 3/9

বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল! এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি।

  • 4/9

এই পরিস্থিতিতে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে ভ্রাম্যমান ATM পরিষেবা ফের চালু করল HDFC ব্যাঙ্ক। প্রসঙ্গত, গত বছরও করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশের মোট ৫০টি শহরে ভ্রাম্যমান ATM পরিষেবা চালু করা হয়েছিল।

  • 5/9

এ বছর আপাতত দেশের ১৯টি বড় শহরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে HDFC ব্যাঙ্কের এই ভ্রাম্যমান ATM পরিষেবা। 

  • 6/9

HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় দিনে অন্তত তিন থেকে চারবার থামবে এই ভ্রাম্যমান ATM।

  • 7/9

আপাতত দেশের যে ১৯টি শহরে HDFC ব্যাঙ্কের এই ভ্রাম্যমান ATM পরিষেবা চালু হয়েছে তার মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, পুনে, চেন্নাই, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, লখনউ, দেহেরাদুন, কটক, এলাহাবাদের মতো শহরের নাম।

  • 8/9

আপাতত দেশের যে ১৯টি শহরে HDFC ব্যাঙ্কের এই ভ্রাম্যমান ATM পরিষেবা চালু হয়েছে তার মধ্যে নাম নেই কলকাতার। তবে শীঘ্রই এ শহরেও চাকবে থেকে এ শহরে এই পরিষেবা মিলবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

  • 9/9

HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই ভ্রাম্যমান ATM থেকে মোট ১৫ ধরনের লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশা, এই পরিষেবার মাধ্যমে করোনা সঙ্কটকালে উপকৃত হবেন বহু মানুষ।

Advertisement
Advertisement