Advertisement

ইউটিলিটি

Chicken Price Drop: কলকাতা থেকে কোচবিহার, সর্বত্র পড়ল চিকেনের দর, ১৫% সস্তা হল মাংস

Aajtak Bangla
  • 29 Nov 2022,
  • Updated 10:11 AM IST
  • 1/8

Chicken Price Drop: নভেম্বরের শুরুতে মুরগির মাংসের মূল্যবৃদ্ধি ঠেলায় হাত পুড়ছিল সাধারণ মানুষের। উৎসবের মরসুমে বাড়তে বাড়তে কেজিতে ২৫০ টাকায় পৌঁছে যায় মুরগির মাংসের দাম। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চিকেনের দাম কমতে শুরু করে।

  • 2/8

নভেম্বরে কেজিতে প্রায় ৪০ টাকা সস্তা হয়েছে মুরগির মাংস। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই চিকেনের দাম প্রায় ১৫-২০ শতাংশ কমেছে। বর্তমানে অধিকাংশ জেলাতেই গোটা মুরগির দাম ১০০ টাকারও কম। চলুন জেনে নিন সোমবার (২৯ নভেম্বর, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম...

  • 3/8

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১০৬-১১৪ টাকা, চিকেন (কাটা) ১৬৫-১৭০ টাকা কেজি। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ৯৭-১০৪ টাকা, চিকেন (কাটা) ১৬০-১৬৫ টাকা কেজি।

  • 4/8

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ৯৪-১০১ টাকা আর কাটা ১৬০-১৬৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ৯২-৯৯ টাকা আর কাটা মাংসের দাম ১৫৫-১৬০ টাকা কেজি।

  • 5/8

হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ৯৪-১০২ টাকা আর কাটা ১৬০-১৬৫ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ৯৫-১০১ টাকা আর কাটা মাংসের দাম ১৬০-১৬৫ টাকা কেজি।

  • 6/8

বীরভূমে চিকেনের দাম গোটা ৮৯-৯৫ টাকা কেজি আর কাটা ১৫০-১৫৫ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ৯৩-৯৯ টাকা আর কাটা ১৬০-১৬৫ টাকা কেজি।

  • 7/8

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ৮৭-৯৫ টাকা কেজি আর কাটা ১৫০-১৫৫ টাকা কেজি। কোচবিহার, জলপাইগুড়িতে চিকেনের দাম (গোটা) প্রতি কেজি ৮১-৮৭ টাকা আর কাটা ১৪০-১৪৫ টাকা কেজি।

  • 8/8

শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কেজিতে ৮৪-৯২ টাকা আর কাটা মাংসের দাম ১৪৫-১৫০ টাকা কেজি। দার্জিলিংয়ে চিকেন গোটা ৮৭-৯৭ টাকা কেজি আর কাটা ১৫৫ টাকা কেজি। আলিপুরদুয়ারে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ৮১-৮৭ টাকা আর কাটা মাংস ১৪০-১৪৫ টাকা কেজি।

Advertisement
Advertisement