Advertisement

ইউটিলিটি

LIC Saral Pension Yojana: বয়স কি ৪০ পেরিয়েছে? আপনিও পেতে পারেন pension! জানুন সবিস্তারে

Aajtak Bangla
  • 19 Jul 2021,
  • Updated 2:08 PM IST
  • 1/9

পেনশন পেতে হলে অবসরপ্রাপ্ত কি হতেই হবে? একেবারেই নয়! কারণ, LIC-র নতুন Saral Pension Yojana-র সুবিধা পেতে পারেন চল্লিশোর্ধ্বরাও। চলতি মাসের শুরু থেকেই এই Saral Pension Yojana শুরু করেছে LIC।

  • 2/9

বিমার ক্ষেত্রে কেন্দ্রের নির্দেশ, সব জীবন বিমা সংস্থাকে একটি একক এবং সরল মেয়াদি বিমা আনতে হবে বাধ্যতামূলক ভাবে। সেই নির্দেশ মেনে চালু হয়েছে LIC Saral Pension Yojana। এই Saral Pension Yojana-র সুবিধা হল, গ্রাহকরা চাইলে প্রথম প্রিমিয়াম দেওয়ার পরের মাস থেকেই পেনশন পেতে পারেন।

  • 3/9

অফলাইন অথবা অনলাইনে LIC-র অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in থেকে যে কেউ এই পলিসি কিনতে পারেন। এই Saral Pension Yojana-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, গ্রাহকের বয়স ৪০ বছর হলেই প্রথম প্রিমিয়াম দেওয়ার পরের মাস থেকেই পেনশন পাওয়ার যোগ্য হন তিনি।

  • 4/9

৪০ থেকে ৮০ বছর বসয়ী ব্যক্তিরা এই Saral Pension Yojana-র সুবিধা নিতে পারেন। যদি কোনও কারণে গ্রাহকের মৃত্যু হয়, সে ক্ষেত্রে তাঁর নমিনি সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন।

  • 5/9

যদি কোনও ৪০ বছর বসয়ী ব্যক্তি ১০ লক্ষ টাকা এই Saral Pension Yojana-এ বিনিয়োগ করেন, সে ক্ষেত্রে তিনি বার্ষিক ৫০,২৫০ টাকা পেনশন পাবেন।

  • 6/9

পলিসিধারক বা গ্রাহক চাইলে পলিসির মেয়াদ চলাকালীন তাঁর পেনশন বাবদ টাকা তুলতেই পারেন। সে ক্ষেত্রে LIC ৫ শতাংশ টাকা কেটে নেবে। বাকি টাকা ফেরত পেয়ে যাবেন পলিসি পলিসিধারক বা গ্রাহক।

  • 7/9

LIC-র নতুন Saral Pension Yojana-এ সর্বনিম্ন পেনশনের অঙ্ক ১,০০০ টাকা। পলিসিধারক বা গ্রাহক চাইলে এর থেকে ঋণও নিতে পারেন। সে ক্ষেত্রে পলিসি চালু হওয়ার ৬ মাস পর থেকে তিনি ঋণ পাওয়ার যোগ্য হবেন।

  • 8/9

এই Saral Pension Yojana-র নিয়ম অনুযায়ী, প্রথমে যে পরিমাণ পেনশন পলিসিগ্রাহক পাবেন, তাঁর জীবদ্দশায় ওই একই পরিমাণ অর্থ তিনি পেতে থাকবেন।

  • 9/9

এই Saral Pension Yojana কেনার ক্ষেত্রে দু'টি বিকল্প রয়েছে। প্রথম ক্ষেত্রে, লাইফ অ্যানুইটির সঙ্গে বিমা প্রকল্পে গচ্ছিত টাকার পুরোটাই ফেরত পাওয়া যাবে। অথবা, দু'জনের জীবন বিমা একসঙ্গে করিয়ে শেষে যিনি মারা যাবেন, তাঁর মৃত্যুর পর বিমা রাশির পুরোটাই ফেরত পাওয়া যাবে।

Advertisement
Advertisement