Advertisement

ইউটিলিটি

LPG Cylinder Booking: LPG Cylinder বুকিংয়ে পেতে পারেন ৯০০ টাকার ছাড়! সুযোগ ৩১ জুলাই পর্যন্ত

Aajtak Bangla
  • 22 Jul 2021,
  • Updated 1:43 PM IST
  • 1/9

পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। জুলাইয়ের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ফের বেড়েছে।

  • 2/9

দেশের তিন বৃহত্তম জ্বালানি সরবরাহ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এবং ভারত পেট্রোলিয়াম সম্মিলিত ভাবে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম ২৫ টাকা ৫০ পয়সা করে বেড়েছে।

  • 3/9

এপ্রিলে ১০ টাকা কমেছিল LPG সিলিন্ডারের দাম। তার পর মে, জুনেও LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিতই ছিল। দাম বাড়ার পর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডার এখন ৮৬১ টাকায় কিনতে হচ্ছে।

  • 4/9

এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল রান্নার গ্যাস বুকিংয়ে বড়সড় ছাড়ের সুযোগ! ৩১ জুলাই পর্যন্ত LPG gas সিলিন্ডার বুক করা যেতে পারে একেবারে বিনামূল্যে! দেশের তিন পেট্রোলিয়াম সংস্থা HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা ৩১ জুলাই পর্যন্ত LPG gas সিলিন্ডার বুকিংয়ে ৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক...

  • 5/9

বর্তমানে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার ৮৬১ টাকায় কিনতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। পরে অবশ্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের দেওয়া ভর্তুকির অর্থ জমা পড়ে। একটি বিশেষ অফারে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুবিধা পেতে পারেন HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা।

  • 6/9

এই অফারে Paytm অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করলে গ্রাহকরা ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন! Paytm অ্যাপের মাধ্যমে যাঁরা প্রথম বার রান্নার গ্যাস সিলিন্ডার বুক করবেন, শুধুমাত্র তাঁরাই এই অফার পেতে পারেন।

  • 7/9

এই অফারে গ্রাহককে অন্তত ৫০০ টাকা প্রথমেই দিয়ে দিতে হবে। তবেই এই অফারটি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে আর ক্যাশব্যাকের একটি স্ক্র্যাচ কার্ড পাবেন গ্রাহক। স্ক্র্যাচ কার্ডে ন্যূনতম ১০ টাকা থেকে সর্বাধিক ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন গ্রাহক।

  • 8/9

এর জন্য গ্রাহককে Paytm অ্যাপে ক্যাশব্যাক এবং অফার্স সেকশনে গিয়ে দেখতে হবে এবং অফারে পাওয়া কার্ড স্ক্র্যাচ করে জেনে নিতে হবে ক্যাশব্যাকের পরিমাণ। প্রতিটি স্ক্র্যাচ কার্ডে প্রাপ্ত বিশেষ অফারের মেয়াদ ৭ দিনের।

  • 9/9

এই অফারের সাহায্যে আসলে ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য গ্রাহকদের উৎসাহিত করতে চাইছে HP, Indane বা Bharat Gas-এর মতো সংস্থাগুলিও।

Advertisement
Advertisement