Advertisement

ইউটিলিটি

Student Credit Card পেতে অভিভাবকের CIBIL Score কতটা জরুরি?

সুদীপ দে
  • 23 Mar 2022,
  • Updated 1:27 PM IST
  • 1/9

সম্প্রতি বাংলার কয়েক হাজার পড়ুয়ার হাতে Student Credit Card তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সয়ং। প্রায় ২০ হাজার পড়ুয়ার হাতে এই কার্ড তুলে দেওয়ার তোড়জোড় চালাচ্ছে শিক্ষা দফতর।

  • 2/9

এই Student Credit Card-এর মাধ্যমে বাংলার পড়ুয়ারা তাঁদের উচ্চশিক্ষার জন্য যাতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, তার ব্যবস্থাই করেছে রাজ্য সরকার।

  • 3/9

স্কুল-কলেজের পঠনপাঠনের খরচের পাশাপাশি এই Student Credit Card-এর মাধ্যমে ঋণ মিলবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ে ভর্তির ক্ষেত্রেও। রাজ্যের একাধিক ব্যাঙ্কের সঙ্গে কথা বলে এমনই পরিকাঠামো সুনিশ্চিত করতে চেয়েছে রাজ্য সরকার।

  • 4/9

কিন্তু এই Student Credit Card হাতে পেতে বা কার্ড হাতে পাওয়ার পর শিক্ষা-ঋণ পেতে বার বার নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে বাংলার অসংখ্য পড়ুয়াকে।

  • 5/9

কোথাও ঋণের আবেদন নানা ত্রুটি দেখিয়ে না-মঞ্জুর করে দিচ্ছে ব্যাঙ্ক, কোথাও আবার পড়ুয়ার অভিভাবকের দুর্বল CIBIL Score শিক্ষা-ঋণ পেতে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

  • 6/9

সম্প্রতি রাজ্যের এক ছাত্রীর Student Credit Card মারফৎ শিক্ষা-ঋণের আবেদন তাঁর বাবার দুর্বল CIBIL Score-এর কারণে না-মঞ্জুর করে দিয়েছে ব্যাঙ্ক।

  • 7/9

এ বার প্রশ্ন হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে অভিভাবকের CIBIL Score কতটা জরুরি? অভিভাবকের CIBIL Score খারাপ হলে কি পড়ুয়াদের শিক্ষা-ঋণের আবেদন বাতিল হয়ে যেতে পারে?

  • 8/9

রাজ্যের শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ২০ হাজার পড়ুয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক মঞ্জুর করেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ১৫৪২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

  • 9/9

সরকারি ঘোষণা অনুযায়ী, এর জন্য পড়ুয়াদের আলাদা ভাবে কোনও গ্যারান্টারের প্রয়োজন হবে না। কারণ, এই ঋণের ক্ষেত্রে রাজ্য সরকারই হচ্ছে পড়ুয়াদের গ্যারান্টার। তাহলে যে শিক্ষা-ঋণের ক্ষেত্রে গ্যারান্টার রাজ্য সরকার, সে ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে বা এই কার্ডের ভিত্তিতে ঋণ পেতে অভিভাবকের CIBIL Score লাগবে কেন? এর সদুত্তর পেতে এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে।

Advertisement
Advertisement