তেলের দামের রদবদল আন্তর্জাতিক দামের উপর নির্ভর করে। শুধুমাত্র পেট্রোলিয়াম সংস্থাগুলিই তেলের দাম নির্ধারণ করছে। গত ১২ দিনে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে পেট্রোল এবং ডিজেলের দামেও তার প্রভাব পড়ছে।
টানা ১২ দিন বৃদ্ধির পর রবিবার অপরিবর্তিত রয়েছে Petrol, Diesel-এর দাম! গত ১২ দিন ধরে তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত ছিল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি, রবিবার পেট্রোল, ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।
রাজ্যে ১ টাকা দাম কমছে Petrol, Diesel-এর। ২২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়ে যাবে। বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রলে ৩২.৯০ টাকা ও ডিজেলে ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে।
এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, অজানা নেই যে, Petrol, Diesel-এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, Petrol, Diesel-এর উপর থেকে রাজ্যের প্রাপ্য কর ও শুল্ক থেকে ১ টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই ২২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে এ রাজ্যে অন্তত কমতে চলেছে তেলের দাম।
রবিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯১ টাকা ৭৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ৫৬ পয়সা যাচ্ছে। আগামীকাল দেশজুড়ে তেলের দাম বৃদ্ধি পেলেও এ রাজ্যে Petrol, Diesel-এর দামে ১ টাকা কর কমিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।