Advertisement

ইউটিলিটি

শীতেও শুকোবে না জবাগাছ, উল্টে ফুল দেবে, করুন এই ছোট্ট কাজ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Oct 2025,
  • Updated 9:39 PM IST
  • 1/10

অনেকের বাড়িতে জবাগাছ দেখা যায়। এই গাছে ফুল প্রায় সারাবছরই হয়ে থাকে। তবে শীতকালে তাজা জবাগাছও শুকিয়ে যায়। 
 

  • 2/10

তাই সারাবছর জবা গাছের তেমন দেখভাল করার প্রয়োজন না পড়লেও শীতে যত্ন নেওয়া দরকার। 
 

  • 3/10

শীতকালে জবা গাছ শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হল ঠান্ডা হাওয়া। তা থেকে গাছকে রক্ষা করতে হবে। 
 

  • 4/10

মনে রাখবেন, জবা গাছকে সুস্থ রাখতে ৬-৮ ঘণ্টা সুর্যালোক দিতে হবে। তাহলে গাছ তরতাজা থাকবে। 
 

  • 5/10

শীত থেকে গাছকে রক্ষা করতে গোড়ায় চারপাশে শুকনো খড় বা শুকনো পাতা দিতে হবে। 
 

  • 6/10

শীতে জবা গাছের আশপাশে পরিষ্কার রাখা জরুরি। কারণ শীতে আগাছা গাছের পুষ্টি উপাদান শোষণ করে নেয়। 
 

  • 7/10

শীতকালে জবাগাছে কখনও বেশি জল দেবেন না। জল জমে থাকলে গাছের ক্ষতি হবে। 
 

  • 8/10

ছত্রাক বা মিলিবাগ সংক্রমণের লক্ষণ দেখলে কীটনাশক প্রয়োগ করুন। তাহলে গাছে পোকা ধরবে না। পাতা বা কাণ্ড আলগা হবে না। 
 

  • 9/10

শীত আসার আগে গাছ একবার ছেঁটে দিতে পারেন। তাতে ফুল বেশি আসবে। সংক্রমণের আশঙ্কাও কমে যাবে। 
 

  • 10/10

জবা গাছের প্রধান সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়া। এই সমস্যা থেকে বাঁচতে সাবান জল দিয়ে গাছ ধুয়ে নিতে পারেন। তবে গাছের গোড়ার যেন সেই জল না লাগে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement