প্রচুর শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ করছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)! ২০০টি শূন্যপদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (গ্রড E2): মোট শূন্যপদের সংখ্যা ১২০টি। প্রার্থীদের মেকানিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা জরুরি। আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
সিভিল ইঞ্জিনিয়ার (গ্রড E2): মোট শূন্যপদের সংখ্যা ৩০টি। এই পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা জরুরি। আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (গ্রড E2): মোট শূন্যপদের সংখ্যা ২৫টি। এই পদের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা জরুরি। আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার (গ্রড E2): মোট শূন্যপদের সংখ্যা ২৫টি। এই পদের জন্য প্রার্থীদের ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা জরুরি। আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
সব পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতাই ৪ বছরের রেগুলার কোর্সে হতে হবে। অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড পেয়ে পাশ করা চাই। তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড পেয়ে পাশ করলেও চলবে। উল্লেখিত ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ফাইনাল ইয়ার বা সেমিস্টারের ছাত্র-ছাত্রীরাও চাকরির জন্য আবেদন করতে পারবেন।
উল্লেখিত সব পদের ক্ষেত্রেই বেতন মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। প্রবেশনের সময় প্রথম ৬ মাস প্রতি মাসে বেতন থেকে ৫,০০০ টাকা করে রিটেনশন অ্যামাউন্ট কাটা হবে। যদিও এই অর্থ প্রার্থীদের কনফার্মেশনের পর ফিরিয়ে দেওয়া হবে।
যোগ্য প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্ট, গ্রুপ টাস্ক, পার্সোনাল ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক টেস্টের প্রথম পার্টে থাকবে জেনারেল অ্যাপটিটিউড এবং দ্বিতীয় পার্টে থাকবে টেকনিক্যাল অথবা প্রফেশনাল নলেজের বিষয়ে অবজেকটিভ টাইপ প্রশ্ন। এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।
আবেদন পত্রের তথ্য এবং কম্পিউটার ভিত্তিক টেস্টের ফলাফলের নিরিখে মেধা তালিকা প্রস্তুত করা হবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সবকটি বাছাই পর্যায়ের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। নিয়োগের আগে প্রার্থীদের ডাক্তারি পরীক্ষাও করা হবে।
আবেদনপত্রের ফি ববাদ প্রার্থীদের ১,১৮০ টাকা (জিএসটি-সহ) দিতে হবে। ফি দেওয়া যাবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। অনলাইনে www.hindustanpetroleum.com ওয়েবসাইটের Careers-এর Current Openings অপশনের মাধ্যমে ১৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।