করোনার জোরে এখন মোটামুটি সমস্ত স্কুল, কলেজেই অনলাইন ক্লাসে পঠনপাঠন চলছে। পরিস্তিতির সঙ্গে মানিয়ে নিতে দফায় দফায় বদলেছে সিলেবাস, পরীক্ষার তারিখ।
কিন্তু বোর্ডের পরীক্ষা কবে, কী ভাবে হবে এ প্রশ্ন প্রায় সকল পড়ুয়া ও অভিভাবকদের মনেই ঘোরা ফেরা করছে। চলুন জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হতে পারে ICSE, ISC বোর্ডের পরীক্ষা...
একে মহামারির আবহ, তার উপর সামনেই বিধানসভা নির্বাচন। দুয়ে মিলে বিভিন্ন বোর্ডের পরীক্ষার দিন-ক্ষণে প্রভাব ফেলেছে। সামনেই দেশের ৫টি রাজ্যে ভোট রয়েছে। তাই ওই রাজ্যগুলির বোর্ডের পরীক্ষা হবে তার পরেই।
একই কারণে, ICSE, ISC বোর্ডের পরীক্ষাও মে-জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা কম। সম্প্রতি এ কথা ICSE স্কুলগুলির সর্বভারতীয় সংগঠনের বার্ষিক সম্মেলনে জানানো হয়েছে।
কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) প্রধান কার্যনির্বাহী ও সচিব জেরি আরথুনের কথায়, আগামী ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই ভোট পর্ব মেটার পরই হয়তো বিভিন্ন বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হবে।
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE)-এর সর্বভারতীয় সভাপতি সুজয় বিশ্বাস জানান, পরীক্ষা যখনই অনুষ্ঠিত হোক না কেন, তা অনলাইনে হবে না। পরীক্ষা হলে তা পেন-পেপার পদ্ধতিতেই হবে।
অর্থাৎ, সব মিলিয়ে ICSE, ISC বোর্ডের পরীক্ষা যেমন মে-জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা কম, তেমনই পরীক্ষা হতে তা হবে স্বাভাবিক প্রথা মেনে লিখিত পেন-পেপার পদ্ধতিতেই। তবে এ বিষয়ে নিশ্চিত ভাবে জানা যাবে ২২ ডিসেম্বর বিকেল ৪টের পর, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শীক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।