Advertisement

ইউটিলিটি

India Post Recruitment 2021: ক্লাস এইট পাসেই সরকারি চাকরির সুযোগ, বেতন ২০,০০০ টাকা!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2021,
  • Updated 3:41 PM IST
  • 1/12

অষ্টম শ্রেণি পাস করলেই মিলতে পারে সরকারি চাকরি! কারণ, অষ্টম শ্রেণি পাসের শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাকবিভাগ (India Post)।

  • 2/12

একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫টি। তবে আবেদনের জন্য হাতে আর মাত্র দু’দিন পড়ে রয়েছে। চলুন এই নিয়োগের খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক...

  • 3/12

মোট ৩৫টি শূন্যপদের মধ্যে স্টাফ কার ড্রাইভার পদে আসন সংখ্যা ২৫টি। এ ছাড়া, মোটর ভেহিক্যাল মেকানিক পদে আসন সংখ্যা ৫টি, কপার ও টিনস্মিথ পদে আসন সংখ্যা ১টি, পেইন্টার পদে ১টি, টায়ারম্যান পদে ১টি এবং মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান পদে ২টি আসন রয়েছে।

  • 4/12

স্টাফ কার ড্রাইভার: এই পদে মোট আসন সংখ্যা ২৫টি। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি অন্তত ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা জরুরি।

  • 5/12

মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান: অষ্টম শ্রেণি পাস করলে অথবা ট্রেড সার্টিফিকেট থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 6/12

মোটর ভেহিক্যাল মেকানিক: অষ্টম শ্রেণি পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 7/12

কপার ও টিনস্মিথ: অষ্টম শ্রেণি পাস করার পাশাপাশি কারগরি শিক্ষায় দক্ষতার শংসাপত্র থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 8/12

টায়ারম্যান: অষ্টম শ্রেণি পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 9/12

পেইন্টার: অষ্টম শ্রেণি পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

  • 10/12

বয়সসীমা ও বেতন: উল্লেখিত পদগুলিতে আবেদনকারীর বয়স ১ জুলাই, ২০২১ পর্যন্ত হিসাব অনুযায়ী, ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ২০,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা।

  • 11/12

এই নিয়োগ চলছে চেন্নাই ও তামিলনাড়ুর জন্য। ইচ্ছুক প্রার্থীরা The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai- 600006-এই ঠিকানায় নির্দিষ্ট বয়ানে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র-সহ লিখিত আবেদন করতে পারেন।

  • 12/12

আবেদনপত্র জমা পৌঁছানোর শেষ তারিখ ২৬ মে, ২০২১। আবেদনপত্রের খামের উপর লিখে দিতে হবে, ‘“APPLICATION FOR THE POST OF _______ IN MAIL MOTOR SERVICE, CHENNAI 600006”।

Advertisement
Advertisement