Advertisement

ইউটিলিটি

India Post Recruitment 2021: ক্লাস ১২ পাশে মাসিক ৮১ হাজার টাকা বেতনের চাকরি, জানুন আবেদনের পদ্ধতি

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Nov 2021,
  • Updated 3:57 PM IST
  • 1/9

ইন্ডিয়া পোস্ট অফিস এমটিএস, পোস্টম্যান এবং ডাক সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।  আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ক্রীড়া কোটায় এই নিয়োগ হচ্ছে।

  • 2/9

এই নিয়োগের মাধ্যমে ডাক সহকারীর ৩১টি পদ, বাছাই সহকারীর ১১টি, পোস্টম্যানের ৫টি পদ এবং MTS-এর ১৩টি খালি পদ পূরণ করা হবে।

  • 3/9

ডাক সহকারী এবং বাছাই সহকারী পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন স্কেল দেওয়া হবে। 

  • 4/9

পোস্টম্যান পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন স্কেল দেওয়া হবে। 
 

  • 5/9

MTS পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ১৮ হাজার থেকে ৫৬,৯০০ টাকা বেতন স্কেল দেওয়া হবে।

  • 6/9

ডাক সহকারী, বাছাই সহকারী এবং পোস্টম্যান পদে আবেদনের জন্য, প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে ২৭ বছর হতে হবে। 

  • 7/9

এমটিএস পদের জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী শিথিলতা দেওয়া হবে।

  • 8/9

ডাক সহকারী, বাছাই সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ পাশ এবং নির্ধারিত কম্পিউটার প্রশিক্ষণ এবং অন্যান্য নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। 

  • 9/9

পোস্টম্যান পদের জন্য আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পাশের পাশাপাশি হিন্দি ভাষার জ্ঞান থাকতে হবে। এমটিএস পদে আবেদন করতে হলে দশম পাশ হতে হবে।
 

Advertisement
Advertisement