Advertisement

ইউটিলিটি

Salary Hike: চাকুরিজীবীদের জন্য সুখবর! জেনে নিন এবছর কত শতাংশ বেতন বাড়াতে চলেছে সংস্থাগুলি

Aajtak Bangla
  • 20 Feb 2021,
  • Updated 4:16 PM IST
  • 1/10

করোনা অতিমারীর কারণে গতবছর অধিকাংশ সংস্থাই বেতনবৃদ্ধির পথে হাঁটেনি। বরং কাটছাঁট হয়েছিল বেতনে। তবে মহামারির প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ঘুরছে অর্থনীতির চাকা। তাতেই সুখবর আসতে চলেছে চাকরিজীবিদের জন্য। 

  • 2/10

একটি সার্ভেতে জানা গেছে, ৯২ শতাংশ সংস্থাই তাদের কর্মীদের ইনক্রিমেন্টের ব্যাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

  • 3/10

ডেলয়েট টুশ টোম্যাৎসু ইন্ডিয়ার সাম্প্রতিক সমীক্ষায় দাবি করা হয়েছে ৯২ শতাংশ সংস্থাই এবার কর্মীদের বেতন বাড়াতে রাজি। গতবছর যা ছিল ৬০ শতাংশ।

  • 4/10


কত বাড়তে পারে বেতন?
রিপোর্ট বলছে ২০২১ সালে প্রায় ৭.৩ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে। যা ২০২০ সালের তুলনায় অনেকটাই বেশি। 

  • 5/10


বর্তমানে কোম্পানিগুলি যে হারে কাজ করে চলেছে, সেই অর্থে বেতন বৃদ্ধি হয়নি কর্মীদের। বাজারে চাহিদা ও সরবরাহ থাকলেও আর্থিক মন্দার জেরে কিছুটা ক্ষতির মুখই দেখতে হয় ২০২০ সালে। তবে সেই সংকট কেটে যাবে ২০২১ সালে বলে মনে করা হচ্ছে ।

  • 6/10

ই-কমার্স, শক্তি ক্ষেত্র, বিভিন্ন অর্থনৈতিক সংস্থা ও ফার্মাসিউটিক্যাল সেক্টরে ২০২১ সালে কর্মীরা সন্তোষজনক বেতনবৃদ্ধির মুখ দেখবেন বলে জানাচ্ছে সংস্থা। ২০২১ সালে মনে করা হচ্ছে গড়ে ৭.৩ শতাংশ হারে বাড়তে পারে কর্মীদের বেতন। 
 

  • 7/10

২০২০ সালে বেশিরভাগ সেক্টরেই বেতন বৃদ্ধি হয়নি। একটানা লকডাউনের জেরে আর্থিক মন্দার কারণ দেখিয়ে বার্ষিক বৃদ্ধি করা হয় গড়ে ৬.১ শতাংশ। যা গত ১৪ বছরে সবনিম্ন বলে জানা গিয়েছে। 

  • 8/10

২০টি সেক্টরের ১,০৫০টি কোম্পানির ওপর সমীক্ষা চালিয়ে এই ফল প্রকাশ করা হয়েছে। আগামী এপ্রিল থেকে শুরু হতে চলা অর্থবর্ষে  কর্মীদের বেতনবৃদ্ধির পথে হাঁটতে চলেছে সংস্থাগুলি।
 

  • 9/10

২০২১-২২ অর্থবর্ষে ২০ শতাংশ  সংস্থা তাদের কর্মীদের গড়ে 'ডবল-ডিজিট' হারে বেতনবৃদ্ধির কথা ভাবছে, যেখানে আগের বছরে মাত্র ১২ শতাংশ  সংস্থা এ হেন হারে ইনক্রিমেন্টের কথা জানিয়েছিল।

  • 10/10

যদিও ২০১৯ সালে কর্মীদের দেওয়া গড়ে ৮.৬ শতাংশ  হারে বেতনবৃদ্ধিকে এই বছরে ছোঁয়া যাবে না বলেই মত সংস্থাগুলির।
 

Advertisement
Advertisement