Advertisement

ইউটিলিটি

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশেই মহিলাদের ভারতীয় সেনায় যোগদানের সুযোগ, বেতন ২৫,০০০ টাকা!

Aajtak Bangla
  • 08 Jun 2021,
  • Updated 9:19 PM IST
  • 1/9

দশম শ্রেণি পাশের শিক্ষাগত যোগ্যতায় প্রচুর মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। সেনাবাহিনীর পুলিশ বিভাগে এই নিয়োগ করা হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/9

মোট ১০০টি শূন্যপদে ওমেন মিলিটারি পুলিশ (Soldier General Duty) নিয়োগ করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। এই পদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক গঠন, উচ্চতা, বয়সসীমা, বেতন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

  • 3/9

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় ৪৫ শতাংশের বেশি গড় নম্বর এবং প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর-সহ উর্ত্তীর্ণরা ওমেন মিলিটারি পুলিশ পদের জন্য আবেদন করতে পারবেন।

  • 4/9

শারীরিক গঠন: উল্লেখিত ওমেন মিলিটারি পুলিশ পদের জন্য আবেদনকারীদের উচ্চতা ১৫২ সেন্টিমিটার বা তার বেশি হতে হবে। এর সঙ্গে ওজন ও অন্যান্য শারীরিক মাপজোকও নেওয়া হবে।

  • 5/9

মাসিক বেতন: ওমেন মিলিটারি পুলিশ পদের মাসিক বেতন ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। সঙ্গে ওন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

  • 6/9

আবেদনকারীর বয়সসীমা: ওমেন মিলিটারি পুলিশ পদের আবেদনকারীর জন্ম ১ অক্টোবর ২০০২ থেকে ১ এপ্রিল ২০০৪-এর মধ্যে হতে হবে।

  • 7/9

নিয়োগের পদ্ধতি: মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় ও নিয়োগের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শারীরিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

  • 8/9

জব্বলপুর, অম্বালা, লখনউ, পুণে ও শিলংয়ে এই নিয়োগের ব়্যালি হতে পারে। ব়্যালির স্থান প্রাথমিক পর্বের বাছাইয়ের পর জানিয়ে দেওয়া হবে।

  • 9/9

আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের ভারতীয় সেনার (Indian Army) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে  (https://joinindianarmy.nic.in) আগামী ২০ জুলাই, ২০২১-এর মধ্যে আবেদন জানাতে হবে। আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Advertisement
Advertisement