Advertisement

ইউটিলিটি

Train RAC Rules: RAC হওয়া সত্ত্বেও পুরো টিকিটের ভাড়া কেন দিতে হয়? রেলের নিয়ম জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • Updated 5:40 PM IST
  • 1/6

RAC Rules: ট্রেনে ওঠার সময় লক্ষ্য করেছেন RAC সিটে দু'জনকে সাইড লোয়ার বার্থ দেওয়া হয়। তারপরেও পুরো টিকিটের ভাড়া নেয় রেলওয়ে। 
 

  • 2/6

RAC থাকলে রেল কি অর্ধেক ভাড়া ফেরত দেয়, নাকি এটাই স্বাভাবিক? জানুন কেন RAC-তে এক সিটে দু'জন যাত্রী গেলেও পুরো ভাড়া নেয় রেল।
 

  • 3/6

RAC টিকিটের অর্থ হল যাত্রীকে একটি আসন ভাগ করে নিতে হবে, অর্থাৎ দু'জন যাত্রী এক বার্থে বসার জায়গা পাবেন। যদি কোনও যাত্রীর টিকিট বাতিল করা হয় বা কোনও বার্থ খালি থাকে, তাহলে RAC যাত্রী পুরো বার্থটি পাবেন। তবে, যতক্ষণ না এটি ঘটে, ততক্ষণ পর্যন্ত দু'জন যাত্রীকে একটি সিট ভাগ করে নিতে হবে।
 

  • 4/6

ভাড়ার ক্ষেত্রে, রেলওয়ে RAC টিকিটের জন্য সম্পূর্ণ ভাড়া নেয় কারণ যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তাদের সিটটি নিশ্চিত করা হয় (যদিও অর্ধেক)। 
 

  • 5/6

রেলওয়ের নিয়ম অনুযায়ী, RAC টিকিট নিশ্চিত টিকিটের মতোই বিবেচিত হয়, কারণ যাত্রী কোনও বিধিনিষেধ ছাড়াই ট্রেনে ভ্রমণ করতে পারেন। এই কারণেই রেলওয়ে RAC টিকিটের ভাড়া কমায় না বা অর্ধেক ভাড়া ফেরত দেয় না। 
 

  • 6/6

তবে, যাত্রীরা যদি যাত্রা শুরুর আগে টিকিট বাতিল করে, তাহলে বাতিলের নিয়মের অধীনে তারা আংশিক টাকা ফেরত পেতে পারেন। কিন্তু ট্রেনে যাত্রা শুরু হওয়ার পর বা ভ্রমণের পর অর্ধেক ভাড়া দাবি করা সম্ভব নয়।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement