Advertisement

ইউটিলিটি

Indian Railways Vikalp Scheme : উৎসবের মরশুমে মিলছে না ট্রেনের কনফার্মড টিকিট? এভাবে চেষ্টা করে দেখুন

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 03 Nov 2021,
  • Updated 7:14 PM IST
  • 1/15

Indian Railways Vikalp Scheme: দেশে এখন উৎসবের মরশুমে। করোনা বিধি মেনে অনেকে বেরিয়ে পড়েছেন ঘুরতে।

  • 2/15

অনেকে বাড়ি ফিরছেন। আর ঘুরতে যাওয়া, বাড়ি ফেরার অন্যতম ভরসা ভারতীয় রেল (Indian Railways)। যার বিকল্প এখনও কিছু নেই বলা যেতে পারে।

  • 3/15

যাতায়াতের জন্য হোক বা ঘুরতে, প্রচুর মানুষের ভরসা ট্রেন (Indian Railways)। তবে একটা সমস্যা হল ট্রেনের টিকিট কাটলে কনফার্ম না হওয়া। সেই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিল রেল।

  • 4/15

কালীপুজো, ছট- মরশুমে অনেক মানুষ ঘরে ফিরে যান। উৎসবের সময় কাটাতে চান পরিবার-পরিজনের সঙ্গে। অফিসে ছুটি থাকে। 

  • 5/15

তাই দেশের বাড়িতে ফিরতে চান সকলেই। তাই এই সময় ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যায় এক ধাক্কায় অনেকটাই। 

  • 6/15

ভারতীয় রেল (Indian Railways)-এর বেশ কয়েকটি রুট এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে টিকিট কনফার্ম করাটা খুব মুশকিল হয়ে পড়েছে। 

  • 7/15

তাই যাত্রীদের জন্য এক বিকল্প দিয়েছে রেল (Indian Railways)। মনে করা হচ্ছে এর ফলে ট্রেনযাত্রীদের অনেক সমস্যার সমাধান হবে।

  • 8/15

ট্রেনের সিট কনফার্ম করতে তাঁদের সুযোগ বেড়ে যাবে। এর নাম বিকল্প স্কিম (Vikalp Scheme)। দীর্ঘদিন ধরে রেল (Indian Railways বিকল্প স্কিম নিয়ে কাজ চালাচ্ছিল। এখন ফলে রেলযাত্রীরা লাভ পাবেন। 

  • 9/15

কী এই বিকল্প স্কিম (Vikalp Scheme) আর টিকিট কনফার্ম করার চান্স কতটা বাড়বে, আসুন জেনে নিই। উৎসবের মরশুমে ঘর ফেরত যাত্রীদের কথা ভেবে এই বিকল্প স্কিম। এর ফলে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

  • 10/15

আপনার ওয়েটিং টিকিট কোনও ট্রেনে যদি কন্ফার্ম না হয় তা হলে আপনি বিকল্প ট্রেনের কথা ভাবতে পারেন। সেখানে আপনার টিকিট কনফার্ম হয়ে যেতে পারে। যদিও ট্রেন আর সিটের সংখ্যার ওপর তা নির্ভর করছে।

  • 11/15

আইআরসিটিসি (IRCTC) জানাচ্ছে, আপনি যে ট্রেনে বুকিং করুন না কেন সেই ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার ভেতরে বিকল্প ট্রেনে আপনার ট্রান্সফার করে দেওয়া হবে।

  • 12/15

বিকল্প স্কিম (Vikalp Scheme) মেল অথবা এক্সপ্রেস সব ট্রেনি সব শ্রেণিতেই সমান ভাবে কার্যকর।

  • 13/15

উৎসবের সময় চালানো হচ্ছে বিশেষ ট্রেন। বিভিন্ন স্টেশনে যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল বেশ কিছু স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করেছে।

  • 14/15

এ ব্যাপারে রেল (Indian Railways) টুইট করে জানিয়ে দিয়েছে।

  • 15/15

তারা জানিয়েছে, উৎসবে কথা মাথায় রেখে উত্তর রেলওয়ে যাত্রীদের কথা যাত্রীদের কথা ভেবে নিয়মিত ট্রেনের বাইরে অনেক বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। নতুন দিল্লি, দিল্লি জংশন, নিজামুদ্দিন, আনন্দ বিহার এবং অন্যান্য স্টেশন থেকে ট্রেন ছাড়বে।

Advertisement
Advertisement