Advertisement

ইউটিলিটি

Gold-Silver Price: আজ আবার দাম বাড়ল সোনা ও রুপোর! কত চলছে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2021,
  • Updated 7:26 PM IST
  • 1/7

চলছে বিয়ের মাস। এই সময়ে সোনার দাম নিয়ে আগ্রহ থাকে অনেকেরই। তবে  সপ্তাহের প্রথম দিন সোনার দাম অপরিবর্তিত থাকল। সোমবার ২২ ক্যারেট সোনার দাম দেশে থাকল ৪৬,৮৭০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৩৮১৬ টাকা। ১৪ ক্যারেটের দাম ৩১৭২ টাকা। তবে সোনার দাম অপরিবর্তিত থাকলেও গতকালের তুলনায় রুপোর দাম বাড়ল ৫০ পয়সা। বর্তমানে ১ কেজি রুপোর দাম ৬৭ হাজার ১০০ টাকা। 
 

  • 2/7

গোল্ড রিটার্ন অনুসারে দিল্লিতে এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৬,৮৫০ টাকা। মুম্বইতে ৪৬ হাজার ৮৭০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৫ হাজার ২০০ টাকা।  দিল্লিতে এবং মুম্বইতে এক কেজি রুপোর দাম থাকলো ৬৭ হাজার টাকা। তবে চেন্নাইতে এক কেজি রপুোর দাম এদিন দাঁড়াল ৭২ হাজার ১০০ টাকা। 

  • 3/7

একটানা কয়েকদিন নিম্নগামী হওয়ার পর গত সপ্তাহের শেষে শুক্রবার দাম বেড়েছিল সোনার। তিন ধরণের সোনার দামই বৃদ্ধি পেয়েছিল কলকাতায়। তবে শনিবার ছিল সোনার দাম কমের দিকে।  ১০ গ্রামের দাম হয়েছিল ৪৬ হাজার ৮৭০ টাকা। 

  • 4/7

সার্বিকভাবে গত সপ্তাহের প্রায় ১ হাজার টাকা কমেছিল সোনার দাম। এর আগে সোনার দাম  রেকর্ড ছুঁয়েছিল গত বছরের অগাস্ট মাসে। ৫৬ হাজার ২০০ টাকা দাম ছিল ২২ ক্যারেটের।
 

  • 5/7

তবে সোমবার শহর কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম থাকল ৪৭,২৫০ টাকা। অন্যদিকে প্রতি কেজি রুপোর দাম ৬৭ হাজার টাকা। 

  • 6/7

তবে সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে।  মাল্ট কমডিটি এক্সচেঞ্জে (MCX) ৯৬ টাকা বেড়ে সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রাম ৪৭,৬৪৭ টাকা।
 

  • 7/7


২২ ক্যারেটের খুচরা হার এবং ১৮ ক্যারেট সোনার গহনার দাম জানতে আপনি 8955664433 নম্বরে একটি মিস কল দিতে পারেন। দাম কিছুক্ষণের মধ্যে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত হবে। এগুলি ছাড়াও আপনি আপডেটগুলি সম্পর্কে জানতে www.ibja.co দেখতে পারেন।

Advertisement
Advertisement