১৯ জুলাই, আজ থেকেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব। চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
উচ্চ প্রাথমিকে (Upper Primary) মোট শূন্যপদের সংখ্যা ১৪ হাজার ৩৩৯টি। এর আগে ৯ জুলাই ইন্টারভিউয়ের জন্য ১৫ হাজার ৪০৬ জনের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) ওয়েবসাইটে ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ে ইন্টিমেশন লেটার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
অ্যাপ্লিকেশন আইডি অথবা রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রার্থীরা ইন্টারভিউয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। এ সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর পেতে চারটি হেল্পলাইনে ফোন করে তা জানাতে পারবেন শিক্ষক পদপ্রার্থীরা। জেনে নিন ওই চারটি হেল্পলাইন নম্বর...
ইন্টারভিউয়ে ইন্টিমেশন লেটার বা এই নিয়োগ সম্পর্কিত অন্যান্য কোনও প্রশ্ন থাকলে হল—৯০৫১১৭৬৪০০, ৯০৫১১৭৬৫০০, ৯৮৩০৪৫৪২১৮ এবং ৯৮৩০৪৫৪২১৯ নম্বরে ফোন করতে পারেন।
তবে উচ্চ প্রাথমিকের মতো প্রাথমিকেও শিক্ষক পদপ্রার্থীদেরও নামের পাশে মোট প্রাপ্ত নম্বর প্রকাশ করার দাবিতে যে মামলা করা হয়েছিল, কলকাতা হাইকোর্টে ওই দাবি খারিজ হয়ে গিয়েছে।
সূত্রে খবর, উচ্চ প্রাথমিক এবং প্রাথমিকের নিয়োগ দু’টি পৃথক আইন অনুযায়ী হয়। প্রার্থীদের যাবতীয় পরীক্ষার নম্বর বাধ্যতামূলক ভাবে প্রকাশ করার কথা প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আইনে কোথাও উল্লেখিত নেই। সেই কারণে প্রাথমিকে প্রার্থীদের নামের পাশে মোট প্রাপ্ত নম্বর প্রকাশের দাবি খারিজ হয়ে যায়।