Advertisement

ইউটিলিটি

Masked Aadhaar card কী? জানুন কীভাবে ডাউনলোড করবেন

Aajtak Bangla
  • 08 Feb 2022,
  • Updated 2:16 PM IST
  • 1/8

বর্তমানে আধার (Aadhaar) অত্যন্ত জরুরি একটি নথি। আমাদের যাবতীয় ব্যক্তিগত, গুরুত্বপূর্ণ তথ্য এই আধারের সঙ্গে যুক্ত রয়েছে। তাই ব্যাঙ্কের KYC বা যে কোনও সরকারি সুবিধা পেতে আধারের প্রয়োজন পড়ে।

  • 2/8

বর্তমানে UIDAI, এই জরুরি নথির ব্যক্তিগত, গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আরও সুরক্ষিত করতে ‘Masked Aadhaar Card’ নামে একটি বিশেষ বিকল্প এনেছে। এই Masked Aadhaar Card-এ ১২ সংখ্যার আধার নম্বরের শুধুমাত্র শেষ ৪টি সংখ্যা (উদাহরণ: xxxx-xxxx-০১০২) দেখা যায়। ফলে অসম্পূর্ণ নম্বরে আধারের তথ্যও সুরক্ষিত থাকে। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে Masked Aadhaar Card ডাউনলোড করা যায়...

  • 3/8

প্রথমে Masked Aadhaar Card ডাউনলোডের জন্য UIDAI-এর ওয়েবসাইট https://eaadhaar.uidai.gov.in যেতে হবে। ওয়েবসাইট এনরোলমেন্ট নম্বর অথবা ভার্চুয়াল আইডি অথবা ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। এর মধ্যে যে কোনও একটিকে নির্ধারিত অংশে এন্টার করুন।

  • 4/8

এ বার আপনি কি ধরণের e-Aadhaar ডাউনলোড করতে চান, তা জানাতে হবে। যদি আপনি Masked Aadhaar কার্ড ডাউনলোড করতে চান তাহলে, স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করলে ‘I want a masked aadhaa’ বিকল্পটি পাবেন। এটি বেছে নিয়ে ক্লিক করুন।

  • 5/8

এ বার একটি CAPTCHA code এন্টার করতে হবে আর আপনি যে নিজের জন্যই ডকুমেন্টটি ডাউনলোড করছেন তা প্রমান করতে। এর জন্য OTP ভেরিফিকেশনের অনুরোধ করতে হবে।

  • 6/8

এ বার আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে একটি OTP আসবে। সেটিকে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে এন্টার করে OTP ভেরিফাই করে নিন।

  • 7/8

এ বার ওয়েবসাইটের ওই পেজের নিচের দিকে একটি সার্ভে ফর্ম আসবে। ওই ফর্ম পূরণ করে ‘Verify And Download’ অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার Masked Aadhaar Card।

  • 8/8

এই Masked Aadhaar কার্ডের PDF ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত থাকে। এই পাসওয়ার্ডটি হল ক্যাপিটাল লেটারে আপনার নামের প্রথম ৪টি অক্ষর এবং আপনার জন্ম সাল।

Advertisement
Advertisement