যাত্রীদের টিকিট কাটার দীর্ঘ লাইন থেকে মুক্তি দিতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
স্টেশনে স্টেশনে বসছে স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিন।
লাইন দিয়ে মেট্রো কাটার দিন ঘুচতে চলেছে। ইতিমধ্যেই বহু মানুষ স্মার্ট কার্ড ব্যবহার করেন। এবার কাউন্টারেও টিকিট কাটার ভিড় কমানো উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো।
১০টি স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন বসিয়েছে কলকাতা মেট্রো রেল।
এতে টিকিটও কাটা যাবে। ৯টি উত্তর-দক্ষিণ স্টেশনে বসেছে এই স্বয়ংক্রিয় যন্ত্র।
কলকাতা মেট্রো প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এএসসিআরএম মেশিনে (ASCRM machine) স্মার্ট কার্ড রিচার্জ এবং টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
যে স্টেশনগুলিতে স্বয়ংক্রিয় মেশিন বসেছে- দমদম, সেন্ট্রাল, এসপ্লানেড, পার্কস্ট্রিট, ময়দান, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার এবং কবি সুভাষ।
অনেক স্টেশনেই ব্যস্ত সময়ে পড়ে দীর্ঘ লাইন। এতে যাত্রীদের সময় বাঁচবে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।
আগামী এই ধরনের আরও মেশিন বসতে চলেছে। ফলে কাউন্টারে আর লাইন দেওয়ার দরকার পড়বে না।
স্বয়ংক্রিয় মেশিনে নির্দিষ্ট মূল্য দিয়ে স্ক্রিনে গন্তব্য স্টেশন সিলেক্ট করতে হবে। আপনা থেকে বেরিয়ে আসবে কয়েন।