একটু একটু করে স্বাভাবিক হচ্ছে কলকাতার পরিস্থিতি। তার সঙ্গে তাল মিলিয়ে স্বাভাবিক হচ্ছে Kolkata Metro Rail পরিষেবা। এই রবিবারেও চলবে শতাধিক ট্রেন। ফলে অনেকটাই কমবে যাত্রীদের প্রতীক্ষার সময়।
২২ আগস্ট, রবিবার সারাদিনে ১১২টি স্পেশাল ট্রেন চালাবে Kolkata Metro Rail কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাই এ দিন মেট্রোয় সফর করার অনুমতি পাবেন।
তবে এই রবিবার রাজ্যের সিভিল সার্ভিসের (WBCS) পরীক্ষা রয়েছে। তাই পরীক্ষার্থী ও অভিভাবকরাও মেট্রো চড়ার সুযোগ পাবেন।
এতদিন পর্যন্ত সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা চালু ছিল সাধারণের জন্য (শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য)। শনিবার শুধু স্টাফ স্পেশাল ট্রেন চলে আর রবিবার পরিষেবা বন্ধ থাকতো। তবে এই রবিবার WBCS পরীক্ষার জন্য পরিষেবা চালু রাখবে Kolkata Metro Rail।
যাত্রীরা শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। রবিবার WBCS পরীক্ষার জন্য স্টেশনগুলিতে অতিরিক্ত কাউন্টার খোলা হচ্ছে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা এই রবিবারও সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। দমদম ও কবি সুভাষ থেকে শেষ পাওয়া যাবে রাত ৯টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টা ৪৮ মিনিটে।
এই রবিবার পরিষেবা চালু রাখার পাশাপাশি শনিবার থেকে ট্রেনের সংখ্যাও বাড়াতে চলেছে Kolkata Metro Rail কর্তৃপক্ষ। রাজ্যে চলা করোনা বিধিনিষেধের মধ্যে শনিবার শুধু জরুরি পেশার সঙ্গে যুক্তদের জন্য সারাদিনে ১০৪টি ট্রেন চলত। এই শনিবার থেকে সারাদিনে ১৭২টি ট্রেন চলবে।