Advertisement

ইউটিলিটি

Kolkata Police Recruitment 2021: আজই শেষ দিন! আবেদন করুন কলকাতা পুলিশে চাকরির জন্য

Aajtak Bangla
  • 19 Aug 2021,
  • Updated 1:17 PM IST
  • 1/9

কলকাতা পুলিশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। শতাধিক শূন্যপদ, স্নাতক হলেই কলকাতা পুলিশে চাকরির সুযোগ! আজ, ১৯ আগস্টের মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। শতাধিক শূন্যপদে নিয়োগের ছাড়পত্র পাওয়ার পর চলছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া।

  • 2/9

গত মাসের শুরুতেই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছে লালবাজারে। সূত্রের খবর, এ মাসেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিস রিক্রুটমেন্ট বোর্ড। কারণ, কলকাতা পুলিস রিক্রুটমেন্ট বোর্ড ২০১৮ সালেই ভেঙে দেওয়া হয়। সেই থেকেই রাজ্য এবং কলকাতা পুলিসের সাধারণ এবং সশস্ত্র বাহিনীর নিয়োগের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিস রিক্রুটমেন্ট বোর্ড। 

  • 3/9

কলকাতা পুলিশের নিরস্ত্র শাখার (আনআর্মড ব্রাঞ্চ) সাব ইনস্পেক্টর এবং সার্জেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আজ, ১৯ আগস্টের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। জেনে নিন এই নিয়োগ সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য।

  • 4/9

কলকাতা পুলিশের নিরস্ত্র শাখার (আনআর্মড ব্রাঞ্চ) সাব ইনস্পেক্টর এবং সার্জেন্ট পদে মোট শূন্যপদের সংখ্যা ২০৮টি, এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ১৮১টি এবং মহিলা প্রার্থীদের জন্য ২৭টি আসন রয়েছে। কোনও মহিলা সার্জেন্ট পদে আবেদন করতে পারবেন না।

  • 5/9

সরকার স্বিকৃত যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হলেই কলকাতা পুলিশের নিরস্ত্র শাখার (আনআর্মড ব্রাঞ্চ) সাব ইনস্পেক্টর এবং সার্জেন্ট পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি, বাংলা ভাষা লেখা, পড়া ও বলায় দক্ষতা থাকা জরুরি। তবে যাঁরা দার্জিলিং এবং কালিম্পংয়ের স্থায়ী বাসিন্দা তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।

  • 6/9

১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০ বছর থেকে সর্বাধিক ২৭ বছরের মধ্যে হওয়া চাই। তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।

  • 7/9

প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাশ করা যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আগামী ১৯ আগস্টের মধ্যে http://wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

  • 8/9

কলকাতা পুলিশের নিরস্ত্র শাখার (আনআর্মড ব্রাঞ্চ) সাব ইনস্পেক্টর এবং সার্জেন্ট পদে মোট শূন্যপদের সংখ্যা ২০৮টি, এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ১৮১টি এবং মহিলা প্রার্থীদের জন্য ২৭টি আসন রয়েছে। কোনও মহিলা সার্জেন্ট পদে আবেদন করতে পারবেন না।

  • 9/9

আবেদনের ফি: আবেদনের ফি বাবদ ব্যাঙ্কে ২৭০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের আবেদনের ফি বাবদ মাত্র ২০ টাকা ফি দিতে হবে। কোথায়, কবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে সবিস্তারে জানতে নজর রাখুন http://wbpolice.gov.in এই ওয়েবসাইটে।

Advertisement
Advertisement