কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেলওয়ে। গোটা মে মাস চলবে এই ট্রেন।
২৯ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চালানো হবে এই ট্রেন।
প্রতি সপ্তাহে শুক্রবার ট্রেনটি কলকাতা থেকে রওনা দেবে নিউ জলপাইগুড়ির উদ্দেশে।
শুক্রবার ভোর ৪টেয় নিউ জলপাইগুড়িতে ছাড়বে ট্রেন। ওই দিন দুপুর ৩টেয় পৌঁছবে কলকাতায়।
ফিরতি ট্রেন শুক্রবার কলকাতা থেকে রাত ১১টা ১০ মিনিটে কলকাতা থেকে রওনা দেবে। পরের দিন সকাল সাড়ে ১০টায় পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে।
থামবে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জাংশন, মালদা টাউন, বরসৌই, কিশানগঞ্জ এবং আলুয়াবাড়ি স্টেশনে।
এসি, স্লিপার ক্লাস ও জেনারেল কামরায় যেতে পারবেন যাত্রীরা। তৎকাল সংরক্ষণের ব্যবস্থা নেই।
অনলাইনে স্পেশাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। সাধারণ টিকিটের সঙ্গে অতিরিক্ত বিশেষ চার্জ দিতে হবে যাত্রীদের।
শুক্রবার রাতে ট্রেন। ফলে শনি ও রবি ছুটির সুযোগ তুলতে পারবেন অনেকে। গরমে জিরোতে পারবেন শৈলশহরের ঠান্ডায়।
বলে রাখি, এপ্রিলে ইতিমধ্যেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া থেকে ২৫ এবং ৩০ এপ্রিল ট্রেন ছাড়বে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশে।