Advertisement

ইউটিলিটি

LIC Jeevan Azad Policy : ৮ বছর প্রিমিয়াম না দিয়েও পান পুরো রিটার্ন, LIC-র এই স্কিমটি জানেন?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 May 2023,
  • Updated 4:27 PM IST
  • 1/6

দেশের বৃহত্তম সরকারি বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় (Life Insurance Corporation Of India) সব বয়সের মানুষের জন্য পলিসি রয়েছে৷ 

  • 2/6

দেশের কোটি কোটি মানুষ এলআইসি-র (LIC) বিভিন্ন পলিসিতে বিনিয়োগ করেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় স্কিম হল জীবন আজাদ পলিসি। এই পলিসিটি লঞ্চের ১৫ দিনের মধ্যে ৫০ হাজার গ্রাহক এটি করেন।

  • 3/6

ম্যাচিউরিটির উপর গ্যারান্টেড রিটার্ন
জীবন আজাদ পলিসিতে (Jeevan Azad Policy) প্রিমিয়াম দেওয়ার মেয়াদ মাইনাস ৮ বছর। ধরা যাক একজন বিনিয়োগকারী যদি ১৮ বছরের পলিসি নেন, তাহলে তাঁকে (১৮-৮) ১০ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। পলিসির মেয়াদপূর্তিতে একলপ্তে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। এই পলিসিতে ন্যূনতম নিশ্চিত রাশি হল ২ লক্ষ টাকা এবং সর্বোচ্চ নিশ্চিত রাশি ৫ক্ষ টাকা৷

  • 4/6

যে বয়সে পলিসি কিনতে হবে
যে কোনও ব্যক্তি ১৫ থেকে ২০ বছরের জন্য জীবন আজাদ পলিসি নিতে পারেন। ৯০ দিন থেকে ৫০ বছর বয়স এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। জীবন আজাদ পলিসির ম্যাচিউরিটির পরে বিনিয়োগকারীরা নিশ্চিত রিটার্ন পান। এই পলিসি নেওয়ার বয়সসীমা পরিবর্তিত হয়।
 

  • 5/6

৯০ দিন বয়স হলে ১৮, ১৯ এবং ২০ বছর পর্যন্ত নেওয়া যেতে পারে। এছাড়া ২ থেকে ৫০ বছর বয়সী মানুষেরা ১৬ বছরের প্ল্যানটি কিনতে পারবেন। তিন বছর থেকে ৫০ বছর বয়সী কোনও ব্যক্তি ১৫ বছরের জন্য এই পলিসি কিনতে পারবেন।

  • 6/6

কোনও ৩০ বছর বয়সি ব্যক্তি ১৮ বছরের জন্য জীবন আজাদ পলিসি নিলে তিনি ২ লক্ষ টাকার জন্য শুধুমাত্র ১০ বছর ধরে ১২,০৩৮ টাকা করে জমা দেবেন।  

আরও পড়ুন - হিরোর ইলেকট্রিক স্কুটারের দাম এক ধাক্কায় কমল ২৫ হাজার টাকা, বুকিং মাত্র ৪৯৯ টাকায়

Advertisement
Advertisement