Advertisement

ইউটিলিটি

Liquor Shops Open in Bengal: বাংলাতেও খুলে গেল মদের দোকান, খোলা থাকবে রোজ ৩ ঘণ্টা!

Aajtak Bangla
  • 01 Jun 2021,
  • Updated 4:23 PM IST
  • 1/9

গত ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। পরিস্থিতি সামাল দিতে ১৬ মে থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত  বাড়িয়ে দেওয়া হয়েছে।

  • 2/9

সেই ১৬ মে থেকেই এ রাজ্যে বন্ধ ছিল মদের দোকানও। টানা ১৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে বাংলায় খুলে গেল মদের দোকান। সরকারি নির্দেশের পর যেন হালে ‘পানি’ পেলেন বাংলার সুরাপ্রেমীরা!

  • 3/9

তবে গতবারের মতো এ বারের লকডাউনে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বাংলার সুরাপ্রেমীদের। কারণ, সরকারী সম্মতিতে রাজ্যে মদের অনলাইন ডেলিভারি পরিষেবা চালু হয়েছে আগেই।

  • 4/9

রাজ্যের অনেক মদের দোকানই অনলাইন ডেলিভারি সংস্থাগুলির সাহায্যে ক্রেতাদের বাড়িতেই মদ পাঠাচ্ছিল। কিছুটা বাড়তি ডেলিভারি চার্জ দিয়ে বাড়িতে বসে মদ আনিয়ে নিতে আপত্তি নেই অনেক সুরাপ্রেমীদের।

  • 5/9

জানা গিয়েছে, করোনায় সমস্ত বিধিনিষেধ মেনেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মদের দোকান প্রতিদিন ৩ ঘণ্টার জন্য খোলা থাকবে।

  • 6/9

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে রাজ্যের মদের দোকানগুলি। জানা গিয়েছে, মদের দোকানগুলিকেও খুচরো দোকানের মধ্যেই ধরা হচ্ছে।

  • 7/9

মদের দোকান রোজ ৩ ঘণ্টার জন্য খুললেও এখনই খুলছে না রাজ্যের বার ও রেস্তোরাঁগুলি। অন্যান্য দোকান, শপিংমল ইত্যাদির ক্ষেত্রেও আগের সরকারি নির্দেশই বহাল থাকছে।

  • 8/9

শুধু মদের দোকানই নয়, ব্যবসা সচল রাখার স্বার্থে নয়া নির্দেশিকায় কলেজ স্ট্রিট বই বাজারও ৩ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

  • 9/9

রাজ্যের অনেক মদের দোকানই অনলাইন ডেলিভারি সংস্থাগুলির সাহায্যে ক্রেতাদের বাড়িতেই মদ পাঠাচ্ছিল। কিছুটা বাড়তি ডেলিভারি চার্জ দিয়ে বাড়িতে বসে মদ আনিয়ে নিতে আপত্তি নেই অনেক সুরাপ্রেমীদের।

Advertisement
Advertisement