নভেম্বর মাস শেষ হতে চলেছে, সেই সঙ্গে এর সঙ্গে কিছু নিয়মও বদলাতে চলেছে। নতুন মাসে পরিবর্তন হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম। এর পাশাপাশি ব্যাঙ্কিং ও পেনশন সংক্রান্ত কিছু নিয়মও বদলাতে চলেছে।
EPFO UAN এবং আধার লিঙ্ক করার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এখন নতুন করে এর তারিখ সম্প্রসারণ আশা করা যাচ্ছে না। যাঁরা এখন পর্যন্ত লিঙ্কটি করেননি, তাঁদের তিনদিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। তা না হলে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
যদি সময়সীমার মধ্যে UAN-Aadhaar লিঙ্ক না করা হয়, তাহলে PF গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে না। এই ধরনের গ্রাহকরা PF অ্যাকাউন্ট থেকেও তুলতে পারবেন না।
৩০ নভেম্বরের মধ্যে UAN-Aadhaar লিঙ্ক করা না হলে আরেকটি বড় ক্ষতি হতে পারে। ইপিএফও এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স (EDLI)-এর জন্য UAN-Aadhaar লিঙ্কিং বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায়, কর্মচারীর প্রিমিয়াম জমা করা হবে না এবং তিনি ৭ লাখ টাকা পর্যন্ত বীমা কভারের সুবিধা থেকে বঞ্চিত হবেন।
ডিজেল-পেট্রোলের খুচরা বিক্রেতা সরকারি তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিকে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। করোনাভাইরাসের নতুন সংস্করণ বের হওয়ার পর অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
এই শুক্রবার, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০ ডলার কমেছে, যা ২০২০ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় পতন। এমন পরিস্থিতিতে আগামী ১লা ডিসেম্বরের পর্যালোচনায় এলপিজি সিলিন্ডারের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
সরকারি পেনশনভোগীদের জীবন শংসাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। যেসব সরকারি পেনশনভোগী সময়সীমার মধ্যে জীবন পত্র জমা দেবেন না, তাঁদের পেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে।
EPFO-এর সাম্প্রতিক টুইট অনুসারে, সরকারি পেনশনভোগীদের ৩০ নভেম্বরের মধ্যে জীবন পত্র জমা দিতে হবে, যা এক বছরের জন্য বৈধ হবে। এই কাজটি ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে করা যায়।
যাঁরা SBI ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাঁদের জন্যও ডিসেম্বর থেকে পরিবর্তন আসতে চলেছে। এখন SBI ক্রেডিট কার্ড দিয়ে EMI-এ কেনাকাটা করা ব্যয়বহুল হয়ে উঠবে।
এখন পর্যন্ত SBI কার্ডে শুধুমাত্র সুদ নেওয়া হতো, কিন্তু এখন EMI-তে কেনাকাটা করার জন্য প্রসেসিং ফিও দিতে হবে। এর সরাসরি প্রভাব পড়বে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের পকেটে।
উৎসবের মরশুমে অনেক ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান হোম লোনের অফার দিয়েছে। এই অফারগুলি সাশ্রয়ী মূল্যের সুদের হার থেকে প্রসেসিং ফি মওকুফ পর্যন্ত। যদিও বেশিরভাগ ব্যাঙ্কের অফারগুলি ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত প্রযোজ্য,
কিন্তু এলআইসি হাউজিং ফাইন্যান্সের অফারের মেয়াদ শেষ হচ্ছে এই মাসে। কোম্পানিটি যোগ্য গ্রাহকদের ২ কোটি টাকা পর্যন্ত ঋণের জন্য ৬.৬৬ শতাংশ হারে হোম লোন অফার করেছে, যার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে।