Advertisement

ইউটিলিটি

LPG Price Drop: এক ধাক্কায় ১২২ টাকা সস্তা হল LPG Cylinder! জানুন সবিস্তারে

Aajtak Bangla
  • 01 Jun 2021,
  • Updated 2:01 PM IST
  • 1/10

পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। তবে জুনের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম অনেকটাই কমছে।

  • 2/10

দেশের তিন বৃহত্তম জ্বালানি সরবরাহ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এবং ভারত পেট্রোলিয়াম সম্মিলিত ভাবে দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে। ১ জুন থেকে মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম কমার্সিয়াল সিলিন্ডার প্রতি ১২২ টাকা কমছে।

  • 3/10

গত মাসেও কমার্সিয়াল সিলিন্ডারের দাম ৪৫ টাকা কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ১২২ টাকা কমার পর বর্তমানে ১৪৭৩.৫০ টাকা হয়েছে৷ তবে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

  • 4/10

যেখানে দেশজুড়ে পেট্রোল, ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী, সেখানে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিয়ে এই নিয়ে পর পর দু’মাস অপরিবর্তিত থাকল ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। চলুন জেনে নেওয়া যাক দেশের কোথায় আজ কত যাচ্ছে ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম...

  • 5/10

দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮০৯ টাকা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৩৫ টাকা ৫০ পয়সা।

  • 6/10

দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের নতুন দাম ৮০৯ টাকা, চেন্নাইতে এই দাম ৮২৫ টাকা।

  • 7/10

গুরুগ্রামে (গুরগাঁও) ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের পরিবর্তিত দাম ৮১৮ টাকা আর নয়ডায় ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮০৭ টাকা।

  • 8/10

বেঙ্গালুরুতে ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের নতুন দাম ৮১২ টাকা, চণ্ডীগড়ে এই দাম ৮১৮ টাকা ৫০ পয়সা।

  • 9/10

হায়দরাবাদে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের পরিবর্তিত দাম ৮৬১ টাকা ৫০ পয়সা। জয়পুরে ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮১৩ টাকা।

  • 10/10

লখনউতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮৪৭ টাকা আর পটনায় ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৮২ টাকা ৫০ পয়সা।

Advertisement
Advertisement