Advertisement

ইউটিলিটি

Maruti Suzuki Upcoming Cars 2022 : গাড়ি কেনার প্ল্যান? বাজারে আসছে Maruti-র ৫ নয়া মডেল

Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Mar 2022,
  • Updated 5:19 PM IST
  • 1/7

টাটা মোটর্স (Tata Motors) ও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে (Mahindra & Mahindra) টক্কর দিতে প্রস্তুত মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki India)। এবার নিজেদের গাড়ির নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি করে গুরুত্ব দিচ্ছে সংস্থা। খুব শীঘ্রই আরও ৫টি গাড়ি আনছে মারুতি (Upcoming Car of Maruti), যেগুলির নিরাপত্তায় দেওয়া হয়েছে বাড়তি নজর। 

  • 2/7

থাকবে ৬টি করে এয়ারব্যাগ
গাড়িতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রথমে ১টি ও পরে ২টি এয়ারব্যাগ লাগানো বাধ্যতামূলক করেছিল ভারত সরকার। আর সম্প্রতি সংসদে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি জানান, এবার সরকার গাড়িতে ৬টি এয়ারব্যাগ বাধ্যতামূলক করেতে চলেছে। তাই এবার মারুতিও নিজেদের নতুন গাড়িগুলিতে এই সেফটি ফিচারের সঙ্গে আরও বেশকিছু আপডেশান করতে চলেছে। 

  • 3/7

Maruti Ciaz
এই গাড়িটিতে দেওয়া হবে ৬টি এয়ার ব্যাগ। বর্তমানে এই গাড়িটি প্রতিযোগিতা রয়েছে  Hyundai Verna, Honda City ও Skoda Slavia-র সঙ্গে। তবে সেগুলিতে আগে থেকেই এই সুবিধা রয়েছে। তাই মারুতি এবার গাড়িটিতে এই সুবিধার সঙ্গে অন্যান্য ফিচারও আপডেট করছে। প্রসঙ্গত সম্প্রতি লঞ্চ করা New Age Baleno-তে বেশকিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে। 

আরও পড়ুনপ্যারামাউন্ট তো জানেন, কলকাতায় আর কোথায় কোথায় সুস্বাদু শরবত মেলে?

  • 4/7

Vitara Brezza আসছে এপ্রিলে
New Vitara Brezza এপ্রিলে লঞ্চ করবে মারুতি। এতে থাকবে ৬টি এয়ারব্যাগ। এটি বাজারে Kia Sonet, Hyundai Venue এবং Mahindra XUV300-র সঙ্গে প্রতিযোগিতায় নামবে। 
 

  • 5/7

S-Cross আসছে খুব তাড়াতাড়ি
আগামী সেপ্টেম্বর মাসে আসছে এই গাড়িটি। সম্প্রতি গাড়িটির আপডেটেড ভার্সান ব্রিটিশ মার্কেটে লঞ্চ হয়েছে। সুরক্ষার বিষয়ে গাড়িটি Creta, Seltos ও Taigun-কে টক্কর দেবে। 
 

  • 6/7

সুরক্ষায় কামাল করবে Ertiga
মারুতির ৭ আসনের এই গাড়িটি এবার বাজারে কামাল করবে। কারণ এতে দারুণ সেফটি ফিচার প্ল্যান করছে সংস্থা। জুনে লঞ্চ হতে পারে ভার্সানটি। ৬টি এয়ারব্যাগ ছাড়াও, পেট্রোলের পাশাপাশি এবার সিএনজি-তেও আসতে চলেছে গাড়িটি। 
 

  • 7/7

মারুতির নয়া হাইব্রিড গাড়ি
এছাড়া টয়োটার সঙ্গে গাঁটছড়া বেঁধে একটি হাইব্রিড গাড়ি নিয়ে কাজ করছে মারুতি। নিশ্চিত করে বলা না গেলেও গাড়িটির নাম হতে পারে  Jimny। এতেও সমস্ত আধুনিক সেফটি ফিচারের সঙ্গে দেওয়া হবে ৬টি এয়ারব্যাগও। 
 

Advertisement
Advertisement