Advertisement

ইউটিলিটি

West Bengal Student Credit Card: বাতিল হচ্ছে অধিকাংশ স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন! কেন জানেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 23 Aug 2021,
  • Updated 1:59 PM IST
  • 1/7

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে Student Credit Card। এই কার্ডের সাহায্যে বাংলার পড়ুয়ারা তাঁদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে।

  • 2/7

শুধুমাত্র স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের খরচই নয়, এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও।

  • 3/7

রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর, গত ১৯ অগাস্ট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী স্টুডেন্টস ক্রেডিট কার্ডের প্রায় সাড়ে তিনশো আবেদনই পড়ুয়াদের মেধার নিরিখে বাতিল করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষের যুক্তি, পড়ুয়াদের পড়াশোনার মান সন্তোষজনক নয়। 

  • 4/7

কিন্তু তাতে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন বাতিল হবে কেন? এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের অনুমান, পড়ুয়া মেধাবী না হলে বা তার পড়াশোনার মান সন্তোষজনক না হলে ভাল চাকরি পেতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ঋণের টাকা পরিশোধ করতে সমস্যা হবে। তাই হয়তো মেধার যুক্তিতে রাজ্যের বেশ কিছু পড়ুয়ার স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন বাতিল করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ!

  • 5/7

জানা গিয়েছে, এখনও পর্যন্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য প্রায় ৭১ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত আড়াইশোর মতো আবেদন মঞ্জুর হয়েছে। ফর্ম পূরণে নানা ভুলভ্রান্তির কারণে প্রায় ২৩ হাজার আবেদন ফেরানো হয়েছে। 

  • 6/7

ব্যাঙ্কের অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রায় ১৮ হাজার পড়ুয়ার স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন। ইচ্ছুক ছাত্রছাত্রীদের শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে www.wb.gov.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।

  • 7/7

এছাড়া, wbscc.wb.gov.in-এর মাধ্যমেও আবেদন করা যাবে। এ ছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সম্পর্কে তথ্য জানতে পারবেন। তার জন্য এই 18001028014 নম্বরে ফোন করলে মিলবে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সম্পর্কে বিস্তারিত তথ্য। সেই তথ্য জেনে সঠিক ভাবে আবেদন করা যাবে।

Advertisement
Advertisement