Advertisement

ইউটিলিটি

Small Saving Scheme: ৫ বছরে সুদ প্রায় ৬ লক্ষ টাকা! সঞ্চয়ে মিলবে কর ছাড়ের সুবিধাও

Aajtak Bangla
  • 05 Aug 2021,
  • Updated 2:45 PM IST
  • 1/8

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চলা অতিমারীরর জেরে বেসামাল দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। কাজ হারিয়ে, সঞ্চয় হারিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে পুঁজি বাড়াতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সাধারণ মানুষের অন্যতম ভরসার আধারে পরিনত হয়েছে।

  • 2/8

কেন্দ্রীয় সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি থেকে এখনও যথেষ্ট ভাল রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি টাকা মার যাওয়ার তেমন কোনও আশঙ্কা নেই! Post Office-এর মাধ্যমেও এমনই বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্প বিনিয়োগের সুযোগ রয়েছে।

  • 3/8

কেন্দ্রীয় সরকারি মদতপুষ্ট Post Office-এর স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির অন্যতম হল জাতীয় সঞ্চয়পত্র (NSC), কিষাণ বিকাশ পত্র ইত্যাদি। যেমন, জাতীয় সঞ্চয়পত্র বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এ ১০০ টাকা থেকেও বিনিয়োগ করা যেতে পারে। এই প্রকল্পে ৫ বছরে ৬.৮ শতাংশ সুদও পাওয়া যায়।

  • 4/8

ন্যুনতম ১০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। যদিও বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। পোস্ট অফিসের জাতীয় সঞ্চয়পত্র বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বর্তমানে সুদের হার ৬.৮ শতাংশ।

  • 5/8

জাতীয় সঞ্চয়পত্র বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC) ম্যাচুইরিটির মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ শেষে আপনি চাইলে বিনিয়োগ ফের ৫ বছরের জন্য স্থায়ী আমানত হিসাবে জমা করতে পারবেন।

  • 6/8

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হল কর ছাড়ের সুযোগ। আয়কর আইনের ৮০সি ধারায় বিনিয়োগকারীরা এই জাতীয় সঞ্চয়পত্রে (NSC) বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর ছাড় পেতে পারেন।

  • 7/8

বিনিয়োগকারী তাঁর পছন্দ মতো ১০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা, ৫,০০০ টাকা আর ১০ হাজার টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিনতে পারেন। একাধিক সঞ্চয়পত্রেও বিনিয়োগ করা যেতে পারে।

  • 8/8

যেমন, যদি এই জাতীয় সঞ্চয়পত্র প্রকল্পে মোট ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে পাঁচ বছরে মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর বর্তমান ৬.৮ শতাংশ হারে সুদ মিলিয়ে ওই জমা টাকার পরিমাণ ২০ লক্ষ ৮৫ হাজার টাকা হবে। অর্থাৎ, ৫ বছরে প্রায় ৬ লক্ষ টাকা সুদ পাওয়া যাবে জাতীয় সঞ্চয়পত্রে (NSC)।

Advertisement
Advertisement