Advertisement

ইউটিলিটি

National Voter Day: বাংলার চূড়ান্ত Voter List-এ আপনার নাম রয়েছে তো? দেখে নিন

সুদীপ দে
  • 25 Jan 2021,
  • Updated 4:57 PM IST
  • 1/6

পশ্চিমবঙ্গে এ বার নতুন ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। এ রাজ্যে মোট বিশেষ ভাবে সক্ষম ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬৪ হাজার। অশীতিপর ভোটারের সংখ্যা প্রায় ২৪ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা দেড় হাজারেরও বেশি।

  • 2/6

গত ১৫ জানুয়ারি এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এ বার বাংলায় ২০ লক্ষেরও বেশি নতুন ভোটার যুক্ত হলেও তালিকা থেকে প্রায় ৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এ রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১।

  • 3/6

রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ নামের মধ্যে আপনার বা আপনার পরিবারের কারও নাম নেই তো! উদ্বিগ্ন না হয়ে আপনি নিজেই দেখে নিতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা! জেনে নিন তার পদ্ধতি...

  • 4/6

প্রথমে এই http://ceowestbengal.nic.in ওয়েবসাইটে ঢুকে ‘Electoral Roll (Voter List) 2021’ অপশনে ক্লিক করতে হবে। তার পর জেলার তালিকা থেকে নিজের জেলা বেছে নিয়ে তাতে ক্লিক করুন।

  • 5/6

এ বার আপনি যে বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, সেটি বেছে নিয়ে তাতে ক্লিক করতে হবে। এখানে একটি তালিকা খুলে যাবে। এই তালিকা থেকে নিজের বুথ কেন্দ্র খুঁজে (জানা না থাকলে Voter ID কার্ডের পিছনের দিকে দেখে নিন) নিন।

  • 6/6

নিজের বুথ কেন্দ্র খুঁজে সেটির উপর ক্লিক করলেই ডাউনলোড করা যাবে সেখানকার চূড়ান্ত ভোটার তালিকা। এ বার এই তালিকায় Voter ID নম্বর মিলিয়ে দেখে নিন সেখানে আপনার নাম রয়েছে কিনা। যদি না থাকে, তাহলে এক্ষুনি ব্যবস্থা নিন।

Advertisement
Advertisement