Advertisement

ইউটিলিটি

NBCC Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে NBCC India; বেতন ৩১,০০০ টাকা!

সুদীপ দে
  • কলকাতা,
  • 02 Apr 2021,
  • Updated 6:43 PM IST
  • 1/9

শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড (NBCC India)। সিভিল এবং ইলেক্ট্রিক্যাল শাখায় এই নিয়োগ করা হচ্ছে। কর্মীদের দেশের যে কোনও অংশে কাজ করতে হবে।

  • 2/9

এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড (NBCC India) কেন্দ্র সরকারের হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ। প্রাথমিক ভাবে চুক্তি ভিত্তিতে (২ বছরের চুক্তিতে) এই নিয়োগ করা হচ্ছে।

  • 3/9

মোট ১২০টি আসনে সাইট ইনস্পেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ৫টি মোট শূন্যপদের সংখ্যা শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 4/9

সাইট ইনস্পেক্টর (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদের সংখ্যা ৪০টি। অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (রেগুলার) ডিপ্লোমা থাকতে হবে। তফশিলি জাতি-উপজাতি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এর সঙ্গেই অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।

  • 5/9

সাইট ইনস্পেক্টর (সিভিল): মোট শূন্যপদের সংখ্যা ৮০টি। অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (রেগুলার) ডিপ্লোমা থাকতে হবে। তফশিলি জাতি-উপজাতি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এর সঙ্গেই অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।

  • 6/9

সিভিল এবং ইলেক্ট্রিক্যাল শাখার সাইট ইনস্পেক্টর পদে নিযুক্ত কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ৩১,০০০ টাকা। এর সঙ্গে বছরে পিএলআই, মেডিক্যাল বাবদ আরও ৬,০০০ টাকা-সহ অন্যান্য ভাতাও মিলবে।

  • 7/9

অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদনকারীদের একটি ২০ মিনিটের মক টেস্ট হবে। তার পর প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, পটনা, ভূবনেশ্বর, রাঁচি-সহ দেশের মোট ২১টি শহরের পরীক্ষা কেন্দ্রে।

  • 8/9

পরীক্ষায় সফল হতে প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পরীক্ষায় সফল প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের পর তবেই তাঁদের নিয়োগ করা হবে। অনলাইনে www.nbccindia.com ওয়েবসাইটের ‘হিউম্যান রিসোর্স’-এর ‘কেরিয়ার’ অপশনে গিয়ে আবেদন করতে হবে। ১৪ এপ্রিল, বিকেল ৫টার মধ্যে আবেদন জানাতে হবে।

  • 9/9

আবেদনের ফি বাবদ প্রার্থীদের ৫০০ টাকা (ব্যাঙ্ক চার্জ/কর অতিরিক্ত) দিতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের এই টাকা দিতে হবে না। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট-ব্যাঙ্কিং অথবা ইউপিআই-এর মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে। আরও জানতে www.nbccindia.com ওয়েবসাইটে ক্লিক করুন।

Advertisement
Advertisement