Advertisement

ইউটিলিটি

Loan against Fixed Deposit: Fixed Deposit থেকেও স্বল্প সুদে ঋণ নেওয়া যায়! জানুন সবিস্তারে

Aajtak Bangla
  • 07 Jul 2021,
  • Updated 2:16 PM IST
  • 1/9

বিপর্যয়ের সময়েই মানুষের সঞ্চয় কাজে লাগে। কিন্তু তাই বলে আর্থিক সঙ্কটে Fixed Deposit ভেঙে ফেলা মোটেই বুদ্ধিমানের কাজ নয়! বরং এই Fixed Deposit-কে কাজে লাগিয়ে আপনি সহজেই ঋণ পেতে পারেন!

  • 2/9

আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকে ঋণ নেওয়া ছাড়াও তার ‘ওভারড্রাফ্ট লিমিট’ কাজে লাগাতে পারেন। এতে আপনার সঞ্চয় সুরক্ষিত থাকবে, পাশাপাশি আপনার তাৎক্ষনিক অর্থের চাহিদাও সহজেই পূরণ হবে।

  • 3/9

Fixed Deposit-এর ‘ওভারড্রাফ্ট লিমিট’ কাজে লাগাতে চাইলে ব্যাঙ্কগুলি আপনার জমা টাকার ৯০-৯৫ শতাংশ পর্যন্ত অর্থের ওভারড্রাফ্টের সুবিধা দিতে পারে। এ ক্ষেত্রে সুদের হার Fixed Deposit-এ মেলা সুদের হারের চেয়ে বড়জোড় ২ শতাংশ বেশি হতে পারে।

  • 4/9

আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকে ঋণ নেওয়া হলেও সেটি অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ ঋণ। এতে ঋণগ্রহিতার ঋণের প্রায় সমপরিমাণ Fixed Deposit ব্যাঙ্কের কাছে গচ্ছিত থাকে। ফলে ব্যাঙ্কগুলিও অনায়াসেই Fixed Deposit-এর মোট অঙ্কের ৯০-৯৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে।

  • 5/9

Fixed Deposit থেকে নেওয়া ঋণে সুদের হার ব্যক্তিগত ঋণের সুদের হারের চয়ে কম হয়। এর পাশাপাশা, Fixed Deposit থেকে নেওয়া ঋণে কোনও রকম প্রসেসিং চার্জ দিতে হয় না। এদিকে মোটামুটি ৮-৯ শতাংশ সুদেই তাৎক্ষনিক অর্থের চাহিদা মতো ঋণ পাওয়া যায়।

  • 6/9

স্যালারি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা ব্যবসায়ীক অ্যাকাউন্টের গ্রাহকরাও ব্যাঙ্ক থেকে Fixed Deposit-এর সাহায্যে ঋণ নিতে পারেন। ক্রেডিট স্কোর ভাল হলে সহজেই এ ভাবে ঋণ নেওয়া যেতে পারে। যদিও এটি বাধ্যতামূলক শর্ত নয়।

  • 7/9

একক ভাবে হোক বা যুগ্ম ভাবে, Fixed Deposit রয়েছে এমন যে কোনও ব্যক্তিই তার স্থায়ী আমানতের মোট অঙ্কের ৯০-৯৫ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন।

  • 8/9

তবে এমন বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে Fixed Deposit থাকা সত্ত্বেও তার থেকে ঋণ নেওয়া যায় না। চলুন এ বার তেমনই কয়েকটি ক্ষেত্র বা শর্ত সম্পর্কে জেনে নেওয়া যাক...

  • 9/9

কোনও নাবালক বা নাবালিকার নামে করা Fixed Deposit থেকে ঋণ নেওয়া যায় না। এছাড়া, ৫ বছরের মেয়াদকালীন ট্যাক্স সেভিং Fixed Deposit তহবিল থেকেও ঋণ নেওয়া যায় না।

Advertisement
Advertisement