Advertisement

ইউটিলিটি

New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন

সুদীপ দে
  • 31 Dec 2020,
  • Updated 2:23 PM IST
  • 1/6

বছরের শেষ দিনে অথবা নতুন বছরের প্রথমে New Town-এর নতুন Coffee House-এ যাবেন ভাবছেন? কিন্তু নিউ টাউনে তৈরি কফি হাউসে গেলেই তো আর টেবিল খালি পাওয়া যাবে না! বাইরে অপেক্ষা করতে হবে। না হলে অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা টেবিল রিজার্ভ করার ব্যবস্থাও রয়েছে।

  • 2/6

কলেজ স্ট্রিটের পুরোনো কফি হাউজ ছেড়ে New Town-এর নতুন Coffee House-এ ভিড় জমাচ্ছেন শহর ও শহরতলির অসংখ্য মানুষ। কিন্তু ভীড় এড়াতে New Town Coffee House কর্তৃপক্ষ এখানকার মোট আসনের একাংশ অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করেছেন।

ছবি: মনোজ্ঞা লইয়াল।

  • 3/6

অনলাইন বুকিংয়ের জন্য New Town-এর নতুন Coffee House-এর ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে। এই বুকিংয়ে ওই আসনে ৯০ মিনিট বসার সুযোগ পাওয়া যাবে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বুকিং করা যাবে। 

ছবি: মনোজ্ঞা লইয়াল।

  • 4/6

আসন প্রতি রিজার্ভেশনের খরচ মাত্র ২০ টাকা। New Town-এর নতুন Coffee House-এর আসন রিজার্ভেশন করা যাবে Book My Show থেকে। চলুন এ বার অনলাইন বুকিংয়ের পদ্ধতি সবিস্তারে জেনে নেওয়া যাক...

ছবি: মনোজ্ঞা লইয়াল।

  • 5/6

প্রথমে Book My Show-এর ওয়েবসাইট খুলে সেখানে Coffee House New Town, Kolkata অনুসন্ধান করুন। Coffee House New Town পাওয়ার পর নিচে দেওয়া Reseerve Your Seat-এ ক্লিক করে Book ক্লিক করুন।

ছবি: মনোজ্ঞা লইয়াল।

  • 6/6

Reseerve Your Seat-এ ক্লিক করে Book ক্লিক করার পর সময় এবং মোট আসন সংখ্যা নথিভুক্ত করুন। এর পর Login to Proceed ক্লিক করে নিজের মোবাইল নম্বর, ফেসবুক অথবা জি-মেইল অ্যাকাউন্টের সাহায্যে রেজিস্টার করুন। তারপর পেমেন্ট করার পর আপনার আসন রিজার্ভেশন সম্পূর্ণ হবে।

Advertisement
Advertisement