ভারত সরকারের ‘হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব টিউবারকিউলোসিস অ্যান্ড রেস্পিরেটরি ডিজিজেস (NITRD)-এর ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। জেনে নিন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি...
স্পেশালিস্ট (গ্রেড-২),হেলথ এডুকেশন অফিসার, সিস্টেম অ্যানালিস্ট, সাইকোলজিস্ট, হাউস কিপার, এক্স-রে টেকনিশিয়ান, ড্রাইভার, এমটিএস-সহ মোট ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রুপ-এ এবং গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে।
বিভিন্ন গ্রুপ-এ পদের আবেদনকারীদের এমবিবিএস ও স্নাতকোত্তর (এমডি বা এমএস), এমই বা এমটেক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা, পিএইচডি ইত্যাদি ডিগ্রি থাকা চাই। আবেদনকারীদের বয়স ৩০ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের যথাক্রমে ২ বছর, ৫ বছর, ৭ বছর বা ৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রুপ-সি পদের আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য পাশ, উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাশ, বিএ, বিএসসি, বিকম, মিডল পাশ হতে হবে। এর সঙ্গে অন্তত ১ থেকে ৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারী ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
যোগ্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের ফি বাবদ গ্রুপ-এ পদের জন্য ১০০ টাকা এবং গ্রুপ-সি পদের জন্য ৫০ টাকা দিতে হবে। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে এই ফি দিতে হবে। মহিলা প্রার্থী বা তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বা আর্থিক ভাবে দুর্বল আবেদনকারীদের ফি দিতে হবে না।
ডিমান্ড ড্রাফ্ট পাঠাতে হবে Director, National Institute of Tuberculosis and Respiratory Diseases-এর অনুকূলে। আবেদনপত্র পাটাতে হবে Director, National Institute of TB & Respiratory Diseases, Sri Aurobindo Marg, New Delhi-110030-এই ঠিকানায়।
আবেদনপত্র পাঠাতে হবে ২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার মধ্যে। আবেদনপত্রের বয়ান ও অন্যান্য জরুরি তথ্য সম্পর্কে জানতে ক্লিক করুন www.nitrd.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে।