Advertisement

ইউটিলিটি

মোটা বেতনে কেন্দ্রীয় সরকারি সাকরির সুযোগ! ৫৬ শূন্যপদে লোক নিচ্ছে NITRD

সুদীপ দে
  • 30 Jan 2021,
  • Updated 4:24 PM IST
  • 1/7

ভারত সরকারের ‘হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব টিউবারকিউলোসিস অ্যান্ড রেস্পিরেটরি ডিজিজেস (NITRD)-এর ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। জেনে নিন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি...

  • 2/7

স্পেশালিস্ট (গ্রেড-২),হেলথ এডুকেশন অফিসার, সিস্টেম অ্যানালিস্ট, সাইকোলজিস্ট, হাউস কিপার, এক্স-রে টেকনিশিয়ান, ড্রাইভার, এমটিএস-সহ মোট ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রুপ-এ এবং গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে।

  • 3/7

বিভিন্ন গ্রুপ-এ পদের আবেদনকারীদের এমবিবিএস ও স্নাতকোত্তর (এমডি বা এমএস), এমই বা এমটেক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা, পিএইচডি ইত্যাদি ডিগ্রি থাকা চাই। আবেদনকারীদের বয়স ৩০ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের যথাক্রমে ২ বছর, ৫ বছর, ৭ বছর বা ৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 4/7

গ্রুপ-সি পদের আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য পাশ, উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাশ, বিএ, বিএসসি, বিকম, মিডল পাশ হতে হবে। এর সঙ্গে অন্তত ১ থেকে ৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারী ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

  • 5/7

যোগ্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের ফি বাবদ গ্রুপ-এ পদের জন্য ১০০ টাকা এবং গ্রুপ-সি পদের জন্য ৫০ টাকা দিতে হবে। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে এই ফি দিতে হবে। মহিলা প্রার্থী বা তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বা আর্থিক ভাবে দুর্বল আবেদনকারীদের ফি দিতে হবে না।

  • 6/7

ডিমান্ড ড্রাফ্ট পাঠাতে হবে Director, National Institute of Tuberculosis and Respiratory Diseases-এর অনুকূলে। আবেদনপত্র পাটাতে হবে Director, National Institute of TB & Respiratory Diseases, Sri Aurobindo Marg, New Delhi-110030-এই ঠিকানায়।

  • 7/7

আবেদনপত্র পাঠাতে হবে ২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার মধ্যে। আবেদনপত্রের বয়ান ও অন্যান্য জরুরি তথ্য সম্পর্কে জানতে ক্লিক করুন www.nitrd.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে।

Advertisement
Advertisement