চলতি বছর লাগামহীন ভাবে দেশে বেড়েছে জ্বালানির দাম। কলকাতায় ইতিমধ্যে সেঞ্চুরি পার করে গিয়েছে পেট্রোল। আর এর মাঝেই এবার সাধারণ মধ্যবিত্তের কপালে ভাজ ফেলে বাড়ল রান্নার গ্যাসের দামও।
বাড়ান হল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ান হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকেই প্রযোজ্য হচ্ছে।
দাম বাড়ার ফলে এখন থেকে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৮৮৬ টাকা।
গত ৮ মাসে দেশে ভর্তুকিহীন গ্যাসের দাম ১৬৫ টাকা বেড়েছে। পরিসংখ্যান বলছে ৬ মাসে দাম বেড়েছে ১৪১ টাকা। আর এক বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৪১ টাকা।
যেহারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে আগামী দিনে কী হবে তা নিয়ে চিন্তায় আম জনতা।
অল ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সভাপতি বিপুল পুরোহিত বলেন, গ্যাসের দাম ২৫ টাকা বাড়ান হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সিলিন্ডারের দাম ছিল ৭০৭ টাকা, যা আট মাসে বেড়েছে ১৬৫ টাকা।
এর আগে পয়লা অগাস্ট বাণিজ্যিক সিলিন্ডারে দাম ৭২.৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম মাত্র সাত মাসে বেড়েছে ২৫৭ টাকা।
অ্যাকাউন্টে কতটা ভর্তুকি পৌঁছাবে তা এখনও ঠিক হয়নি। এখন পর্যন্ত, গ্রাহকরা ১২.২৯ টাকা ভর্তুকি পাচ্ছেন।