মুদ্রাস্ফীতির ধাক্কা দিয়ে শুরু হল নতুন মাস। ১ সেপ্টেম্বর থেকে ফের বাড়ল রান্নার গ্যাসের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম! আজ থেকে আরও ২৫ টাকা বাড়ল ভর্তুকিহীন ডমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।
এর ঠিক দু’সপ্তাহ আগেই ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়ছিল ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম। সব মিলিয়ে দু’সপ্তাহের ব্যবধানে দুই লাফে ৫০ টাকা দামি হল মধ্যবিত্তের ব্যবহারের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধি ও তার উৎপাদনের খরচ বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধি। এর জেরে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে দিতে হবে ৯১১ টাকা দিয়ে। চলুন এ বার এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোন শহরে আজ থেকে কত হল ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম...
দেশের রাজধানী শহর দিল্লি আর দেশের বাণিজ্যনগরী মুম্বইতে ভর্তুকিহীন ডমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৫৯ টাকা ৫০ পয়সা যা আজ থেকে ২৫ টাকা বেড়ে হল ৮৮৪ টাকা ৫০ পয়সা।
ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডমেস্টিক LPG সিলিন্ডারের দাম ছিল ৮৮৬ টাকা যা আজ থেকে ২৫ টাকা বেড়ে হল ৯১১ টাকা।
চেন্নাইতে ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৮৭৫ টাকা ৫০ পয়সা যা আজ থেকে ২৫ টাকা বেড়ে ৯০০ টাকা ৫০ পয়সা হল। ভোপালে ডমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৪০ টাকা ৫০ পয়সা যা আজ থেকে ২৫ টাকা বেড়ে হল ৮৯০ টাকা ৫০ পয়সা।
উত্তরপ্রদেশের লখনউতে ভর্তুকিহীন ডমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৯৭ টাকা ৫০ পয়সা, আজ এই মূল্যবৃদ্ধির পর যা ৯২২ টাকা ৫০ পয়সা হল। আহমেদাবাদে ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৮৬৬ টাকা ৫০ পয়সা যা আজ থেকে ২৫ টাকা বেড়ে হল ৮৯১ টাকা ৫০ পয়সা।